Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Wasim Jaffer

রঞ্জি ট্রফিতে রেকর্ড, ১২ হাজার রান করলেন এই ব্যাটসম্যান

এই মরসুমের শুরুতে রঞ্জি ট্রফিতে ১১,৭৭৫ রান ছিল জাফরের। বিদর্ভের হয়ে মঙ্গলবার কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে নামার আগে তাঁর রান ছিল ১১,৯৮১।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা দেখিয়েছেন জাফর। —ফাইল চিত্র।

ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতা দেখিয়েছেন জাফর। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নাগপুর শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০৮
Share: Save:

নজির গড়লেন ওয়াসিম জাফর। রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১২,০০০ রান করলেন তিনি।

এই মরসুমের শুরুতে রঞ্জি ট্রফিতে ১১,৭৭৫ রান ছিল জাফরের। বিদর্ভের হয়ে মঙ্গলবার কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে নামার আগে তাঁর রান ছিল ১১,৯৮১। এদিন চার রানে দলের প্রথম উইকেট পড়ার পর তিন নম্বরে ক্রিজে এসেছিলেন জাফর। করলেন ৫৭। এই ইনিংসের পর রঞ্জি ট্রফিতে তাঁর রান দাঁড়াল ১২,০৩৮।

এই মরসুমেই তিনি আবার রঞ্জিতে ১৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন। রঞ্জিতে কোনও ক্রিকেটার জাফরের চেয়ে বেশি ম্যাচ খেলেননি। ১৯৯৬-৯৭ মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন জাফর। দীর্ঘদিন খেলার সুবাদে ঘরোয়া ক্রিকেটে তিনি একজন কিংবদন্তি হিসেবেই চিহ্নিত হন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১ টেস্ট ও দুটো ওয়ানডে খেলেছেন তিনি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার জাফরকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: ওপেনিংয়ে পৃথ্বী-ময়াঙ্ক, ওয়ানডে সিরিজেও পজিটিভ ক্রিকেট খেলার প্রতিশ্রুতি কোহালির

আরও পড়ুন: হ্যামিল্টনের মাঠে জোড়া অভিষেক? দেখে নিন প্রথম ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য একাদশ​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Wasim Jaffer Ranji Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE