Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Cricket

সচিনকে সৌরভ: ৪০০০ রান বাড়ত

কিংবদন্তি এই ওপেনিং জুটি ভারতের হয়ে ১৭৬টি ম্যাচ খেলে তুলেছেন ৮,২২৭ রান। গড় ৪৭.৫৫।

জুটি: নতুন নিয়মেও আরও  রান করতেন, মত সৌরভের। টুইটার

জুটি: নতুন নিয়মেও আরও রান করতেন, মত সৌরভের। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২০ ০৩:৩৮
Share: Save:

ভারতের হয়ে আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে ওপেনিংয়ে অন্যতম সেরা জুটি বলা হয় তাঁদের। সেই সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, ক্রিকেটের বর্তমান নিয়মে তাঁরা খেললে দু’জনের জুটিতে আরও অনেক রান উঠত।

কিংবদন্তি এই ওপেনিং জুটি ভারতের হয়ে ১৭৬টি ম্যাচ খেলে তুলেছেন ৮,২২৭ রান। গড় ৪৭.৫৫। মঙ্গলবার এই দু’জনের এক সঙ্গে খেলার ছবির সঙ্গে এই তথ্য দিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি টুইট করে, ‍‘‍‘ওয়ান ডে ক্রিকেটে কোনও জুটি ৬ হাজার রানের বেশি করতে পারেনি।’’

যা দেখে তাঁর জুটি সৌরভ গঙ্গোপাধ্যায়কে উল্লেখ করে টুইটে সচিন তেন্ডুলকরের প্রতিক্রিয়া, ‍‘‍‘দারুণ স্মৃতি মনে করাল দাদি। বৃত্তের বাইরে চার জন ফিল্ডার ও দু’টি নতুন বলে খেললে আমাদের জুটি আরও কত রান করতে পারত বলে তোমার মনে হয়?’’

আরও পড়ুন: কোহালি ক্রিকেটের ফেডেরার, মত এবির

সচিনের এই টুইট দেখার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভও তাঁর সেই পরিচিত আগ্রাসী মেজাজে পাল্টা টুইট করেন, ‍‘‍‘আরও চার হাজার রান বা তারও বেশি। দু’টো নতুন বল…ওয়াও…ব্যাপারটা অনেকটা প্রথম ওভার থেকেই কভার ড্রাইভ উড়ে গিয়ে মাঠের বাইরে গিয়ে পড়ার মতো … যে দাপট বাকি ৫০ ওভারেও জারি থাকত।’’

আরও পড়ুন: থুতু ব্যবহার নয়, বদলের মহড়ায় নবদীপ-ঈশানরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Sachin Tendulkar Sourav Ganguly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE