অ্যালান শিয়েরারকে মনে আছে নিশ্চয়ই। না তিনি আলোচনার কেন্দ্রে নন। ঝড় তুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলারের মেয়ে হোলি শিয়েরার।
হোলি সঙ্গীতশিল্পী। ব্রিটেনে বেশ জনপ্রিয়। গানের থেকেও বেশি জনপ্রিয় তাঁর খোলামেলা পোশাকের জন্য। ২৫ বছরের গায়িকা আবার ইংল্যান্ডের রাগবি খেলোয়াড় জো মার্চেন্টের প্রেমিকা।
ফুটবলজীবনে বার বার বিতর্কে জড়িয়েছেন শিয়েরার। তাঁর বড় মেয়েও মাঝেমধ্যেই উঠে আসেন আলোচনার কেন্দ্রে। হোলি ছুটি কাটাতে এসেছেন মলদ্বীপে। ভারত মহাসাগরের নীল জলে বিকিনি পরে ঝড় তুলেছেন। বিকিনি পরে সমুদ্রে নৌকা-ভ্রমণের ছবি এবং ভিডিয়ো হোলি দিয়েছেন নেটমাধ্যমে। তা দেখেই উচ্ছ্বসিত হোলির ভক্তরা। তাঁরা আরও এমন ছবির আবদার করেছেন হোলির কাছে।