Advertisement
১৮ এপ্রিল ২০২৪
bengal cricket

Bengal Cricket: সুপার ওভারে স্বপ্নভঙ্গ, সৈয়দ মুস্তাক আলি থেকে বিদায় বাংলার

অল্পের জন্য স্বপ্নভঙ্গ। জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল বাংলাকে।

বিদায় নিল বাংলা।

বিদায় নিল বাংলা। ছবি টুইটার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৭:০৮
Share: Save:

অল্পের জন্য স্বপ্নভঙ্গ। জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল বাংলাকে। গ্রুপ পর্বে হারের মধুর প্রতিশোধ নিল কর্ণাটক। সুপার ওভারে দুর্বল ব্যাটিংয়ের কারণে হেরে গেল বাংলা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলার অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। শুরুতেই শরৎকে ফিরিয়ে দেন আকাশদীপ। এরপর কর্ণাটকের ইনিংসকে কিছুটা টানেন রোহন কদম (৩০) এবং মণীশ পান্ডে (২৮)। এঁরা দু’জন ফিরে যাওয়ার পর কিছুটা চাপে পড়েছিল কর্ণাটক। করুণ নায়ারের অপরাজিত অর্ধশতরানের সৌজন্যে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। ২৯ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় দলে ব্রাত্য করুণ। মেরেছেন ৪টি চার এবং ৩টি ছয়। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ তোলে কর্ণাটক।

ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলা। প্রথম ওভারেই বিজয়কুমারকে পিটিয়ে ২০ রান তুলে দেন শ্রীবৎস গোস্বামী। পরের ওভারের প্রথম বলেই অভিষেক দাস ফিরে যান। শ্রীবৎস ফেরেন তৃতীয় ওভারে। বেশিক্ষণ টেকেননি অধিনায়ক সুদীপও। তিনি ১২ রান করে সাজঘরে ফেরেন। এক দিকে ঋত্বিক চট্টোপাধ্যায় ধরে থাকলেও উল্টো দিকে কাউকে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছিলেন না। একসময় ১০৮ রানে ৬ উইকেট চলে যায় বাংলার। ঋত্বিক ফিরে যাওয়ায় মনে হয়েছিল বাংলার সব আশা শেষ।

কিন্তু সেখান থেকে খেলা ঘুরিয়ে দেন আর এক ঋত্বিক। তিনি রায়চৌধুরি। শেষ ওভারে বাংলার জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। বিদ্যাধর পাটিলকে প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিজেদের দখলে নিয়ে আসেন ঋত্বিক রায়চৌধুরি। চতুর্থ বলে আকাশদীপও চার মারেন। কিন্তু শেষ বলে এক রান দরকার হলেও তুলতে পারেনি বাংলা। রান নিতে গিয়ে আউট হন আকাশদীপ।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে ৪ বলের বেশি টেকেনি বাংলার ইনিংস। দ্বিতীয় বলে কাইফ আহমেদ এবং চতুর্থ বলে সুদীপ আউট হন। ৪ বলে ৫ রান তোলে বাংলা। জবাবে মুকেশ কুমারের প্রথম বলে ২ রান নেওয়ার পর দ্বিতীয় বলেই ছক্কা মেরে দলকে জেতান মণীশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bengal cricket Syed Mushtaq Ali Karnataka
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE