বাঁ গোড়ালিতে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে পারেননি জেমস অ্যান্ডারসন। কিন্তু ভারতের বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ জোরে বোলার। দলে ফেরার পর থেকে কেন এত খুশি রয়েছেন তাও জানিয়েছেন।
এখনও নিশ্চিত নয় তাঁর খেলা। যদিও ভারতের বিরুদ্ধে খেলতে মরিয়া অ্যান্ডারসন নিজেকে ফিট করার সবরকম চেষ্টা করছেন। ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ সাজঘরে বসে দেখতে চাইছেন না তিনি। আশা করছেন, টেস্ট শুরুর আগেই নির্দিষ্ট ফিটনেস ফিরে পাবেন।
নতুন অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাকালামের জমানা দারুণ উপভোগ করছেন অ্যান্ডারসন। সে কথা জানিয়ে ৩৯ বছরের জোরে বোলার বলেছেন, ‘‘খেয়াল করলে দেখবেন মাঠে আমার মুখে যতটা হাসি থাকে, এখন তার থেকে একটু বেশিই হাসছি। আসলে পরিবেশটা দারুণ উপভোগ করছি। খেলতে না পারলে খুব হতাশ লাগে। শেষ ম্যাচেই যেমন হল। ছেলেরা দুর্দান্ত খেলে জয় তুলে আনল। আশা করছি ভারতের বিরুদ্ধেই মাঠে ফিরতে পারব।’’ অ্যান্ডারসনের এই চওড়া হাসি দেখে বিরাট কোহলীদের হাসি মিলিয়ে যেতে পারে।