Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Rohit Sharma

বিয়ের পর ফিট থাকবে তো! বিশ্ব টেস্ট ফাইনালে দলের তুরুপের তাসকে নিয়ে চিন্তায় রোহিত

আগামী জুন মাসে লন্ডনে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচে খেলার দৌড়ে এগিয়ে রয়েছে ভারত। তাদের তুরুপের তাস তৈরি। কিন্তু অধিনায়ক চিন্তায় রয়েছেন।

file pic of rohit sharma

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে রোহিত জানিয়েছেন, ওই ম্যাচের আসল ক্রিকেটার হতে চলেছেন শার্দূল ঠাকুর। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৫
Share: Save:

আগামী জুন মাসে লন্ডনে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচে খেলার দৌড়ে এগিয়ে রয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুই টেস্ট ড্র করতে পারলেই ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। গত বার নিউ জ়িল্যান্ডের কাছে একই দেশে গিয়ে হেরেছে ভারত। এ বার দলের তুরুপের তাস আগে থেকেই তৈরি। তাঁর নাম জানিয়েও একটু চিন্তায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে রোহিত জানিয়েছেন, ওই ম্যাচের আসল ক্রিকেটার হতে চলেছেন শার্দূল ঠাকুর। তাঁর কথায়, “শার্দূল আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে ধরে রেখেই আমরা পরিকল্পনা করছি।” এর পরে মজা করে হাসতে হাসতে রোহিত বলেছেন, “সবে ওর বিয়ে হয়েছে। জানি না ও কেমন অবস্থায় রয়েছে। কত ওভার ইদানীং বল করেছে সে ব্যাপারেও কোনও খবর নেই। কিন্তু ভাবনাচিন্তা এখনই শুরু হয়ে গিয়েছে।”

রোহিত এখনই জানিয়ে দিয়েছেন, আমদাবাদ থেকেই বিশ্ব টেস্ট ফাইনালের প্রস্তুতি শুরু হয়ে যাবে তাঁদের। ইনদওরে তৃতীয় টেস্ট খেলতে নামার আগে সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, ‘‘এখন থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আলোচনা চলছে। কারণ, ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা। আমাদের তৈরি থাকতে হবে। তার জন্য আমদাবাদে প্রস্তুতি সারতে চাইছি।’’

ঠিক কী ধরনের প্রস্তুতির কথা বলেছেন রোহিত? ভারত অধিনায়কের মতে, ইংল্যান্ডে সাধারণত পেস সহায়ক উইকেট হবে। সেই ধরনের উইকেট আমদাবাদে তৈরি করতে চাইছেন তাঁরা। রোহিত বলেছেন, ‘‘ইংল্যান্ডে সাধারণত পিচে গতি বেশি থাকে। পেসাররা সুবিধা পায়। কিন্তু আমাদের দেশে সাধারণত স্পিন সহায়ক উইকেট হয়। আমদাবাদে পেস সহায়ক পিচ তৈরি করার পরিকল্পনা করেছি। তাতে আমাদের ব্যাটার ও বোলারদের প্রস্তুতি অনেকটা হয়ে যাবে।’’

দেশের মাটিতে টানা ১৬টি সিরিজ় জেতার দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। এই কৃতিত্ব কম নয় বলেই মনে করেছেন রোহিত। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘হতে পারে দেশের মাটিতে কিছুটা সুবিধা পাওয়া যায়। কিন্তু দুটো দলই একই পিচে খেলে। তাই জিততে গেলে দু’দলকেই ভাল খেলতে হবে। সেখানে আমরা অন্যদের থেকে এগিয়ে। একের পর এক সিরিজ়ে জেতা কম কৃতিত্বের নয়। এটাকেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।’’

ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ়ের পরে আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পরে ৭ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কোন দুই দল ফাইনাল খেলবে তা এখনও নিশ্চিত না হলেও ভারত ও অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনা বেশি। লন্ডনের ওভাল স্টেডিয়ামে হবে সেই খেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma shardul thakur BCCI WTC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE