Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Shubman Gill

শতরানের ধাক্কায় এক লাফে ১৬৮ জনকে টেক্কা শুভমনের! টি২০ ক্রমতালিকায় কোথায় উঠলেন গিল

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শতরান করায় আইসিসি-র টি-টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট লাফ দিয়েছেন শুভমন গিল। এক লাফে ১৬৮ জন ক্রিকেটারকে টপকে গিয়েছেন তিনি।

File picture of Shubman Gill

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছেন শুভমন গিল। তার জেরে আইসিসি-র টি-টোয়েন্টি ক্রমতালিকায় বড় লাফ দিয়েছেন তিনি। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৮
Share: Save:

টি-টোয়েন্টি ক্রমতালিকায় নিজের সেরা জায়গায় উঠলেন শুভমন গিল। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শতরানের জেরে আইসিসি-র টি-টোয়েন্টি ক্রমতালিকায় ১৬৮ জন ক্রিকেটারকে টেক্কা দিলেন ভারতীয় ব্যাটার। বুধবার প্রকাশিত নতুন তালিকায় শুভমন উঠে এসেছেন ৩০ নম্বরে।

গত কয়েক মাসে দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন। এক দিনের ক্রিকেটে দ্বিশতরানের পরে ২০ ওভারের ক্রিকেটে শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। আমদাবাদে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬৩ বলে ১২৬ রানের ইনিংসে খেলেন শুভমন। তাঁর শতরানের জেরে নিউ জ়িল্যান্ডকে ১৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ় জেতে ভারত। ভাল ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন শুভমন। এক দিনের ক্রিকেটে ক্রমতালিকাতেও উত্থান হয়েছে শুভমনের। ষষ্ঠ স্থানে উঠেছেন ভারতীয় ওপেনার।

টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। গত বছর ক্রিকেটের ছোট ফরম্যাটে সব থেকে বেশি রান করেছেন তিনি। সেই কারণে শীর্ষে পৌঁছেছেন সূর্য। নিজের স্থান ধরে রেখেছেন তিনি।

তবে সূর্য ছাড়া প্রথম দশে আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই। বিরাট কোহলি নেমে গিয়েছেন ১৫তম স্থানে। লোকেশ রাহুল নেমেছেন ২৭তম স্থানে। ভারত অধিনায়ক রোহিত শর্মা আবার নেমে গিয়েছেন ২৯তম স্থানে। এই তিন ক্রিকেটারই অবশ্য ভারতের হয়ে দীর্ঘ দিন টি-টোয়েন্টি খেলেননি। তাই তালিকায় পতন হয়েছে তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE