বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে নজর কেড়েছিলেন হরজস সিংহ। ভারতীয় বংশোদ্ভুত ২০ বছরের ব্যাটার এ বার নজির গড়লেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে। অস্ট্রেলিয়ার ফার্স্ট গ্রেড সীমিত ওভারের ক্রিকেটে হরজসের এই ইনিংসই সর্বোচ্চ।
সিডনি গ্রেড ক্রিকেটের একটি ম্যাচে ১৪১ বলে ৩১৪ রানের ইনিংস খেললেন হরজস। মারলেন ১৪টি চার এবং ৩৫টি ছক্কা। হরজস খেলতে নেমেছিলেন ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে। প্রতিপক্ষ দলের কোনও বোলারই তাঁর আগ্রাসন নিয়ন্ত্রণ করতে পারেননি। বাঁহাতি ব্যাটার ইনিংসের ১১তম ওভারে ২২ গজে আসেন। ব্যাটিং অর্ডারে তিন নম্বরে ছিলেন। হরজসের দাপটে ব্যাট করার সুযোগ পাননি তাঁর সতীর্থেরাই। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ৩৭। ৭৪ রানে শতরান পূর্ণ করেন ভারতীয় বংশোদ্ভুত তরুণ। পরের ২১৪ রান করেন ৬৭ বলে।
আরও পড়ুন:
হরজস ভেঙে দিয়েছেন বব সিম্পসন্সের ২২৯ রানের রেকর্ড। তিনিই ছিলেন এত দিন ওয়েস্টার্ন সাবার্বসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের মালিক। ভারতীয় বংশোদ্ভুত তরুণের ৩১৪ রানে ইনিংস সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এ ক্ষেত্রে রেকর্ড রয়েছে ভিক্টর ট্রাম্পারের। তিনি ১৯০৩ সালে ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছে ২০০৭ সালে ফিল জ্যাকসের খেলা ৩২১ রানের ইনিংস।