Advertisement
E-Paper

১০ কেজি ওজন ঝরিয়েও অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত রোহিত, সন্দেহ কোহলিকে নিয়েও! কারওরই জায়গা হল না ভারত এ দলে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলা নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ-র দল ঘোষণা করা হয়েছে। সেখানে রোহিত এবং কোহলি কারওরই নাম নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৯
cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলা নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ-র দল ঘোষণা করা হয়েছে। সেখানে রোহিত এবং কোহলি কারওরই নাম নেই। তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন কি না, তা নিয়েও বোর্ডের তরফে কোনও উত্তর মেলেনি। ১০ কেজি ওজন ঝরিয়েও দলে সুযোগ পেলেন না রোহিত।

ভারত এ দলের অধিনায়ক হয়েছেন শ্রেয়স আয়ার। সম্প্রতি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট থেকে নাম তুলে নিয়েছিলেন। তবে সাদা বলের ক্রিকেটে খেলতে কোনও সমস্যা নেই তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ের দলে থাকার দৌড়েও ঢুকে পড়লেন তিনি।

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সিরিজ়‌ের জন্য দু’টি দল ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচের জন্য একটি দল। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য সেই দলে কিছু বদল এসেছে। সেই দলে ঢুকেছেন অভিষেক শর্মা, অর্শদীপ সিংহের মতো ক্রিকেটারেরা, যাঁরা এখন এশিয়া কাপ খেলতে দুবাইয়ে রয়েছেন।

ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। এশিয়া কাপের ফাইনাল তার দু’দিন আগে, ২৮ সেপ্টেম্বর। অভিষেকদের পক্ষে দু’দিনের মধ্যে কানপুরে এসে এক দিনের ম্যাচ খেলা কার্যত অসম্ভব। তাই তাঁদের পরের দু’টি ম্যাচের দলে রাখা হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩ এবং ৫ অক্টোবর। তাই অভিষেক, অর্শদীপদের খেলতে অসুবিধা নেই।

একই দিনে ঘোষণা করা হয়েছে ইরানি কাপে খেলতে চলা অবশিষ্ট ভারত দলও। সেই দলকে নেতৃত্ব দেবেন রজত পাটীদার। আইপিএলের পর পাটীদারের নেতৃত্বে সম্প্রতি দলীপ ট্রফি জিতেছে মধ্যাঞ্চল। অধিনায়ক হিসাবে ট্রফিজয়ের হ্যাটট্রিকের সুযোগ রয়েছে পাটীদারের সামনে। তারা খেলবে রঞ্জি জয়ী বিদর্ভের বিরুদ্ধে। ১ অক্টোবর থেকে ম্যাচ হবে নাগপুরে।

অবশিষ্ট ভারতের দলে রয়েছে বাংলার আকাশদীপ এবং অভিমন্যু ঈশ্বরণও। বোঝাই যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে অন্তত প্রথম টেস্টের দলে এই দু’জন থাকবেন না। কারণ প্রথম টেস্ট শুরু ২ অক্টোবর থেকে।

ভারত এ-র ঘোষিত দল

(প্রথম এক দিনের ম্যাচ): শ্রেয়স আয়ার (অধিনায়ক), প্রভসিমরন সিংহ (উইকেটকিপার), রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেড়গে, বিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজপনীত সিংহ, যুধবীর সিংহ, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, সিমরজিৎ সিংহ।

(দ্বিতীয় এক দিনের ম্যাচ): শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, প্রভসিমরন সিংহ (উইকেটকিপার), রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেড়গে, বিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজপনীত সিংহ, যুধবীর সিংহ, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল (উইকেটকিপার), হর্ষিত রানা, অর্শদীর সিংহ।

অবশিষ্ট ভারত দল: রজত পাটীদার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বর, আরিয়ান জুয়াল (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশ ধুল, শেখ রশিদ, ঈশান কিশন (উইকেটকিপার), তনুশ কোটিয়ান, মানব সুতার, গুরনুর ব্রার, খলিল আহমেদ, আকাশ দীপ, অংশুল কম্বোজ এবং সারাংশ জৈন।

Rohit Sharma Virat Kohli India vs Australia BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy