Advertisement
E-Paper

৫ নজির: ১২৯ রানের ইনিংস খেলে দিল্লি টেস্টে কী কী কীর্তি গড়লেন শুভমন?

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাঁচটি নজির গড়েছেন শুভমন গিল। কোনও ক্ষেত্রে টপকে গিয়েছেন রোহিত শর্মা বা ঋষভ পন্থকে। আবার কোনও ক্ষেত্রে স্পর্শ করেছেন বিরাট কোহলির নজির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৮:১১
picture of Shubman Gill

শুভমন গিল। —ফাইল চিত্র।

ভারতের অধিনায়ক হিসাবে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১২৯ রানের অপরাজিত ইনিংসে আরও একটি নজির গড়েছে তিনি। টপকে গিয়েছেন ঋষভ পন্থকে। গড়েছেন আরও কয়েকটি কীর্তি।

১) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তত ২০০০ রান করেছেন, এমন ভারতীয় ক্রিকেটারের সংখ্যা সাত। তাঁদের মধ্যে শীর্ষে উঠে এলেন শুভমন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হলেন শুভমন। শনিবারের ইনিংসের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর রান হল ২৭৫০। তিনি টপকে গেলেন পন্থকে। ইংল্যান্ড সফরে চোট পাওয়া উইকেটরক্ষক-ব্যাটারের ঝুলিতে রয়েছে ২৭৩১ রান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ভারতের প্রাক্তন অধিনায়ক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে করেছেন ২৭১৬ রান। তাঁর পর রয়েছেন আর এক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর সংগ্রহ ২৬১৭ রান। অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা রয়েছে তালিকায় পঞ্চম স্থানে। তাঁর ২৫০৫ রান রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। ষষ্ঠ স্থানে যশস্বী জয়সওয়াল। তিনি করেছেন ২৪২০ রান। সপ্তম স্থানে থাকা লোকেশ রাহুলের সংগ্রহ ২০২২ রান।

২) এ দিনই অধিনায়ক হিসাবে ১০০০ রান পূর্ণ করেছেন শুভমন। টেস্ট অধিনায়ক হিসাবে তাঁর সংগ্রহ ৯৩৩। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অধিনায়ক হিসাবে করেছেন ১৭০ রান। অধিনায়ক হিসাবে তাঁর মোট সংগ্রহ এখনও পর্যন্ত ১১০৩ রান। দেশের তৃতীয় দ্রুততম হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। অধিনায়ক হিসাবে সবচেয়ে কম ১৫টি ইনিংসে ১০০০ রান পূর্ণ করার নজির রয়েছে কোহলি এবং সুনীল গাওস্করের। ১৬টি ইনিংসে ১০০০ রান পূর্ণ করেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। ১৭টি ইনিংসে এই মাইলফলক স্পর্শ করে তালিকায় তৃতীয় স্থানে থাকলেন শুভমন। চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি অধিনায়ক হিসাবে ১০০০ রান পূর্ণ করতে নিয়েছিলেন ২০টি ইনিংস।

৩) আরও একটি ক্ষেত্রে রোহিতকে টপকে গিয়েছেন শুভমন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শতরানের নিরিখে এত দিন যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন শুভমন এবং রোহিত। দু’জনেরই এত দিন শতরানের সংখ্যা ছিল ন’টি। দিল্লির শতরান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুভমনের দশম শতরান। তালিকায় তৃতীয় স্থানে যশস্বী। তাঁর শতরান সাতটি। রাহুল এবং পন্থের ছ’টি করে শতরান রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে।

৪) কোহলির একটি নজিরও স্পর্শ করেছেন শুভমন। এক ক্যালেন্ডার বছরে অধিনায়ক হিসাবে ভারতীয়দের মধ্যে সবচেয়ে শতরান করার রেকর্ড একক ভাবে ছিল কোহলির দখলে। ২০১৭ এবং ২০১৮ সালে তিনি পাঁচটি করে শতরান করেছিলেন। ২০২৫ সালে শুভমনেরও পাঁচটি শতরান হয়ে গেল। তিনি টপকে গেলেন সচিন এবং কোহলিকে। ১৯৯৭ সালে সচিন এবং ২০১৬ সালে কোহলি অধিনায়ক হিসাবে চারটি করে টেস্ট শতরান করেছিলেন।

৫) শুভমন অধিনায়ক হিসাবে পঞ্চম টেস্ট শতরান করলেন শনিবার। একই সঙ্গে তিনি টপকে গেলেন রোহিতকে। ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে চারটি শতরান রয়েছে রোহিতের। শুভমন পিছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়কেও। ভারতীয় দলের প্রাক্তন কোচেরও অধিনায়ক হিসাবে টেস্ট শতরানের সংখ্যা চার। রোহিত, দ্রাবিড়কে টপকানোর পাশাপাশি শুভমন একসঙ্গে ছুঁয়েছেন তিন প্রাক্তন অধিনায়ককে। সৌরভ, ধোনি এবং মনসুর আলি খান পতৌদির নজির স্পর্শ করেছেন ২৬ বছরের ক্রিকেটার। এই তিন জনেরই অধিনায়ক হিসাবে টেস্টে পাঁচটি করে শতরান রয়েছে। এই তালিকায় শীর্ষে কোহলি। তাঁর অধিনায়ক হিসাবে টেস্ট শতরানের সংখ্যা ২০টি।

India Vs West Indies test cricket Records Shubman Gill World Test Championship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy