Advertisement
২০ এপ্রিল ২০২৪
Dinesh karthik

Sunil Gavaskar: কার্তিক দলে কেন? প্রশ্ন গম্ভীরের, কড়া জবাব গাওস্করের

ভারতীয় দলে দীনেশ কার্তিককে কেন সুযোগ দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীর। তাঁকে কড়া জবাব দিয়েছেন সুনীল গাওস্কর।

গম্ভীরের সমালোচনায় গাওস্কর

গম্ভীরের সমালোচনায় গাওস্কর ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৫:৪৪
Share: Save:

আইপিএলে দীনেশ কার্তিকের ভাল পারফরম্যান্সের পরে তাঁকে চলতি বছরের টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে দেখতে চেয়েছিলেন সুনীল গাওস্কর। এখনও বিশ্বকাপের দল ঘোষণা না হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে সুযোগ পেয়েছেন কার্তিক। চতুর্থ ম্যাচে অর্ধশতরান করে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন। ভারতীয় দলে কার্তিকের সুযোগ পাওয়া নিয়ে গৌতম গম্ভীরের মন্তব্যের সমালোচনা করেছেন গাওস্কর। নাম না করে গম্ভীরকে কড়া জবাব দিয়েছেন তিনি।

রাজকোটে চতুর্থ টি২০-র আগে সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীর বলেন, ‘‘যদি কার্তিক বিশ্বকাপের দলে সুযোগ না পায়, তা হলে ওকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ দেওয়ার কোনও মানে নেই। কেন ওকে খেলানো হচ্ছে?’’ গম্ভীরের এই কথাতেই চটেন গাওস্কর। নাম না করে বলেন, ‘‘আমি জানি অনেকে বলছে, বিশ্বকাপের দলে সুযোগ না পেলে কেন কার্তিককে এখানে খেলানো হচ্ছে। কী ভাবে তারা বুঝছে যে, কার্তিক বিশ্বকাপের দলে সুযোগ পাবে না? কার্তিকই ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারে। নাম দেখে নয়, ফর্ম দেখে সবাইকে দলে সুযোগ দেওয়া উচিত।’’

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন কার্তিক। জাতীয় দলের হয়েও সেই কাজটা করছেন। কার্তিকের ধারাবাহিকতায় মুগ্ধ গাওস্কর বলেছেন, ‘‘ও বেশি সুযোগ পাবে না। ৬-৭ নম্বরে ব্যাট করে বেশি অর্ধশতরান করা কঠিন। কিন্তু যখনই সুযোগ পাবে ২০ বলে ৪০ রান করে আসবে। সেটাই গুরুত্বপূর্ণ। শেষ দিকে এই ২০-৩০ রান হার-জিতের পার্থক্য গড়ে দেয়।’’

কার্তিকের রানের খিদে তাঁকে ফের জাতীয় দলে জায়গা করে দিয়েছে বলে জানিয়েছেন গাওস্কর। ভারতীয় জার্সিতেও কার্তিকের মধ্যে সেই রানের খিদে তিনি দেখতে পাচ্ছেন। গাওস্কর বলেছেন, ‘‘কার্তিক দেখিয়েছে খেলার ইচ্ছা ও রানের খিদে এক জন ক্রিকেটারকে কোথায় নিয়ে যেতে পারে। রান করতেই ও মাঠে নামে। নিজের সেরাটা দেয়। এখনও কার্তিকের মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE