Advertisement
০২ মে ২০২৪
umpire

ম্যাচের আগে হঠাৎ বেশি অর্থ দাবি, ‘লোভী’ আম্পায়ারদেরই বাদ দিল লিগ কমিটি

আমেরিকার প্রিমিয়ার লিগে আম্পায়ারদের বাদ দিয়ে দেওয়া হল। প্রতিযোগিতার মাঝ পথে বেশি অর্থ দাবি করেছিলেন আম্পায়ারেরা। সেই কারণে বাদ দেওয়া হল তাঁদের।

Umpire

আম্পায়ারদের বিরুদ্ধে অভিযোগ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:১৭
Share: Save:

সেমিফাইনালের আগে হঠাৎ করে বিতর্ক আমেরিকান প্রিমিয়ার লিগে। কর্তৃপক্ষের অভিযোগ, নক আউট পর্বে ম্যাচ খেলাতে রাজি নন আম্পায়ারেরা। বেশি অর্থ দাবি করছেন আম্পায়ারেরা। আয়োজকদের ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছে।

আমেরিকান প্রিমিয়ার লিগের তরফে জানানো হয়েছে, “আম্পায়ারদের টাকা দেওয়া হয়েছে। কিন্তু সেমিফাইনালের আগে আরও ২৫ লক্ষ টাকা চাইছেন তাঁরা। এই টাকা না দিলে তাঁরা খেলবেন না বলে হুমকি দিয়েছেন। সেই কারণে ড্যানি খান, বিজয় প্রকাশ মালেলা এবং ব্র্যায়ান ওয়েনসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে প্রতিযোগিতা থেকে। মাঠ থেকে বার করে দেওয়া হয়েছে তাঁদের। ম্যাচ বন্ধ রেখে আম্পায়ারেরা এটা বলতে পারেন না। ব্ল্যাকমেল করা হলে আমরা পুলিশে খবর দিই।”

আম্পায়ারেরা যদিও এই অভিযোগ স্বীকার করেননি। তাঁদের দাবি, ওই ২৫ লক্ষ টাকা তাঁদের প্রাপ্য। সেটাই দেওয়া হয়নি বলে ম্যাচ শুরুর আগে টাকা দাবি করেছিলেন আম্পায়ারেরা। বিজয় প্রকাশ মালেলা বলেন, “আমি আইসিসি-র প্যানেলে থাকা আম্পায়ার। গত ১০ দিন ধরে কাজ করছি আমেরিকান প্রিমিয়ার লিগে। ক্রিকেটারদের সঙ্গে কাজ করে দারুণ লাগল। কিন্তু আমাদের প্রাপ্য ২৫ লক্ষ টাকা না দিয়ে এই ভাবে বাদ দিয়ে দেওয়াটা ঠিক হল না। আমাদের নিজেদের এই টাকা খরচ করতে হয়েছে। আমরা টাকার দাবি করতে পুলিশ ডাকা হয়। ওখান থেকে চলে আসা ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় ছিল না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

umpire T20 Match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE