ভারতের হয়ে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এখন শুধু এক দিনের ক্রিকেট খেলবেন তাঁরা। ১৭ অগস্ট থেকে বাংলাদেশে তিনটে এক দিনের ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ় পিছিয়ে গিয়েছে। ফলে দেশের জার্সিতে কোহলি ও রোহিতের মাঠে নামাও পিছিয়ে গিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনা করে সিরিজ় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক-দু’মাস নয়, পুরো এক বছর দু’মাস পিছিয়ে গিয়েছে সিরিজ়। অর্থাৎ, আগামী বছর সেপ্টেম্বর মাসের আগে সেই সিরিজ় হওয়ার কথা নয়।
কিন্তু রোহিত, কোহলিকে দেশের জার্সিতে মাঠে নামতে অত দিন অপেক্ষা করতে হবে না ভক্তদের। চলতি বছর অক্টোবর মাসের ১৯ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে এক দিন ও পাঁচটা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে হবে সেই সিরিজ়। অস্ট্রেলিয়া সফরে নিশ্চয়ই যাবেন রোহিত ও কোহলি। অর্থাৎ, সাড়ে তিন মাস পরে দুই তারকাকে আবার দেশের জার্সিতে দেখা যাবে।
আরও পড়ুন:
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত ও কোহলি। প্রথমে কোহলি অবসরের কথা ঘোষণা করেন। কয়েক ঘণ্টা পরে রোহিতও বিদায় জানান। চলতি বছর আইপিএলের মাঝে টেস্ট থেকেও আচমকা অবসর নেন রোহিত। তার কয়েক দিন পর কোহলিও নিজের অবসরের কথা ঘোষণা করেন। অর্থাৎ, তাঁদের এখন শুধু ৫০ ওভারের ক্রিকেটে দেখা যাবে। কিন্তু এখন তিন ফরম্যাটের মধ্যে এক দিনের সিরিজ়ই সবচেয়ে কম হয়। ফলে বছরে দেশের জার্সিতে খুব বেশি মাঠে নামবেন না তাঁরা।