পিছিয়ে পড়েও জিতল বার্সেলোনা। শনিবার রাতে লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ২-১ গোলে হারাল তারা। লা লিগা খেতাবের আরও কাছে বার্সেলোনা। এ দিকে, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়লেন রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজরা।
মঙ্গলবার ইন্টার মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে খেলবে বার্সেলোনা। সেই ম্যাচের কথা মাথায় রেখে প্রথম একাদশে অনেক পরিবর্তন এনেছিলেন কোচ হান্সি ফ্লিক। লেমিন ইয়ামাল, রাফিনহা, দানি অলমো কাউকে শুরু থেকে নামাননি।
ইভান স্যাঞ্চেজ়ের গোলে এগিয়ে যায় ভায়াদোলিদ। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। রাফিনহা এবং ফার্মিন লোপেজ় জয় নিশ্চিত করেন। এই মুহূর্তে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্টে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের থেকে একটি ম্যাচ বেশি খেলে সাত পয়েন্টে এগিয়ে।
চোট সারিয়ে দীর্ঘ দিন পর এই ম্যাচে ফিরেছিলেন গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। শুরুতেই গোল হজম করতে হয়। তবে গোটা ম্যাচে তাঁর পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত কোচ ফ্লিক।
আরও পড়ুন:
এ দিকে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাওয়াসাকি ফ্রন্টেলকে ২-০ গোলে হারিয়ে এশিয়া সেরা হল আল আহলি সৌদি। অতীতে দু’বার রানার্স-আপ হলেও তৃতীয় বারের চেষ্টায় সফল তারা। ব্রাজিলের গালেনো এবং ফ্রাঙ্ক কেসি গোল করেন।
এই দলে খেলেন লিভারপুলের প্রাক্তন ফুটবলার ফিরমিনো, চেলসির প্রাক্তনী এদুয়ার্দো মেন্দি এবং ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তনী মাহরেজ। তিন জনেই অতীতে নিজের নিজের ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এ বার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতে নজির গড়লেন।