আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তা সত্যি করেই মাঠে নামল না ডায়মন্ড হারবার। বৃহস্পতিবার কলকাতা লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুপার সিক্সের খেলা ছিল তাদের। ডায়মন্ড হারবার না নামলেও ইস্টবেঙ্গলকে এখনও কলকাতা লিগের চ্যাম্পিয়ন বলা যাচ্ছে না। বল আপাতত আইএফএ-র কোর্টে।
আইএফএ-র তরফে সূচি ঘোষণার সময়েই ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছিল, তারা বৃহস্পতিবার ম্যাচ খেলতে রাজি। তবে ডায়মন্ড হারবার আপত্তি জানায়। পর পর আরএফডিএল এবং আই লিগ ২-এর ম্যাচ পাশাপাশি থাকায় তারা আইএফএ-কে দিন পরিবর্তন করতে বলে। আইএফএ রাজি হয়নি। আরএফডিএলের ম্যাচ পিছিয়ে দেওয়া হলেও তারা নিজেদের দাবিতে অনড় ছিল।
বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচের অনেক আগেই ইস্টবেঙ্গল হাজির হয়ে যায়। মাঠে নেমে অনুশীলনও শুরু করে তারা। তবে ডায়মন্ড হারবারের কাউকে দেখা যায়নি। এমনকি যে টিম লিস্ট দেওয়া হয় সেখানেও ডায়মন্ড হারবারের অংশটি ফাঁকা রাখা হয়েছিল।
নিয়ম মতো ম্যাচ কমিশনার ৩০ মিনিট অপেক্ষা করেন। তবে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার না দিয়ে তিনি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। আইএফএ-র নিয়ম অনুযায়ী, কোনও দল নির্ধারিত সময়ে মাঠে হাজির না হলে বিপক্ষ দল তিন পয়েন্ট পাবে এবং তিন গোলে বিজয়ী ঘোষণা করা হবে। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেই কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল।
তবে বিষয়টি এত সহজ নয়। ম্যাচ কমিশনারের রিপোর্ট পেয়ে আপাতত আইএফএ-র সাব কমিটি যাবতীয় সিদ্ধান্ত নেবে। ডায়মন্ড হারবার ইতিমধ্যেই আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তারা সে কাজ করলে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্তে দেরি হতে পারে।
আরও পড়ুন:
এখনও পর্যন্ত কলকাতা লিগে ১৭টি ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল। ১৫টি জিতেছে এবং দু’টি ড্র করেছে। সবচেয়ে বেশি ১৩টি গোল করেছেন জেসিন টিকে। এ দিন কোচ বিনো জর্জ জানালেন, তাঁরা ম্যাচ খেলার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েই এসেছিলেন।