জুন মাসের শেষ দিকে শুরু হতে চলেছে এ বারের কলকাতা লিগ। বুধবার এ কথা ঘোষণা করেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। তবে কবে থেকে প্রতিযোগিতা শুরু হবে সেই সূচি এখনও জানায়নি তারা।
বুধবার আইএফএ অফিসে অ্যাসোসিয়েশনের কর্তারা প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আইএফএ-র কর্তারা। তার পরেই প্রতিযোগিতার সূচি ঠিক করা হবে বলে জানা গিয়েছে।