শনিবার এবং রবিবারের পর সোমবারেও আইএসএল-এর ম্যাচ স্থগিত হয়ে গেল। সোমবার বাম্বোলিমের অ্যাথলেটিক্স স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল হায়দরাবাদ এফসি এবং জামশেদপুর এফসি-র। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আয়োজকদের তরফে এক বিবৃতিতে জানানো হয়, এই ম্যাচ স্থগিত রাখা হচ্ছে।
জানুয়ারি মাসে এই নিয়ে চারটি ম্যাচ বাতিল করা হল। গত ৮ জানুয়ারি এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি-র খেলা বাতিল করা হয়। এরপর শনিবার এটিকে মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু এফসি-র ম্যাচ বাতিল করা হয়। উল্লেখ্য, এটিকে মোহনবাগানেই করোনা-আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। রবিবার বাতিল হয় কেরল ব্লাস্টার্স বনাম মুম্বই সিটি এফসি-র খেলা। এমনকী মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেড বনাম ওড়িশার খেলা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ, ম্যাচের আগে সাংবাদিক বৈঠক বাতিল করেছে দুই দলই।