ফের রিয়াল মাদ্রিদের ঘরে ঢুকল স্প্যানিশ সুপার কাপ। রবিবার সৌদি আরবে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়ে দিল তারা। অসাধারণ গোল করলেন লুকা মদ্রিচ। রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করিম বেঞ্জেমার।
প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল রিয়াল। ডানদিক থেকে আক্রমণে উঠে বিলবাওয়ের দুই ডিফেন্ডারকে অনায়াস দক্ষতায় কাটিয়ে রদ্রিগো পাস দেন মদ্রিচকে। চলতি বলেই ডান পায়ের শটে দর্শনীয় গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন বেঞ্জেমা। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে এডার মিলিটাও লাল কার্ড দেখায় দশ জন হয়ে যায় রিয়াল। রাউল গার্সিয়ার নেওয়া পেনাল্টি এক পায়ে অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন রিয়াল গোলকিপার থিবো কুর্তোয়া।