E-Paper

দুরন্ত এমবাপে, হার বার্সার

ম্যাচের শুরু থেকেই রিয়ালের আক্রমণের ঝড়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে কা‌জ়াখস্তানের কাইরাত। খেলা শুরু হওয়ার ২৫ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে ১-০ করেন এমবাপে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ০৭:২৯
কিলিয়ান এমবাপে।

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

অপ্রতিরোধ্য কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে এফসি কাইরাতের বিরুদ্ধে হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদের ৫-০ জয়ের নায়ক ফরাসি তারকা।

ম্যাচের শুরু থেকেই রিয়ালের আক্রমণের ঝড়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে কা‌জ়াখস্তানের কাইরাত। খেলা শুরু হওয়ার ২৫ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে ১-০ করেন এমবাপে। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান ফরাসি তারকা। ৭৩ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন এমবাপে। ৮৩ মিনিটে ৪-০ করেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। সংযুক্ত সময়ে (৯০+৩ মিনিট) রিয়ালের হয়ে পঞ্চম গোল করেন ব্রাহিম দিয়াস।

এ দিকে বার্সেলোনার ঘরের মাঠে ২-১ জিতল প্যারিস সঁ জরমঁ। গালাতাসারে হারাল লিভারপুলকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kylian Mbappe Real Madrid

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy