Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mohun Bagan

আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

এ বছর আইএসএল জেতার জন্য মোহনবাগান ক্লাবের ফুটবলার, কোচ ও কর্তাদের আর্থিক পুরস্কার দেবে রাজ্য সরকার। ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee at Mohun Bagan tent

মোহনবাগান তাঁবুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ফুটবলার ও কর্তাদের সঙ্গে মঞ্চে মমতা। ছবি: ফেসবুক

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৩:১৩
Share: Save:

আইএসএল জেতার জন্য মোহনবাগানকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, মোহনবাগানের উন্নতির জন্য আও ৫০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। এর আগে গত বছর মোহনবাগান ক্লাবের সংস্কারের জন্য ৫০ লক্ষ টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

বাগান তাঁবুতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি গত বছর এখানে এসেছিলাম। ক্লাবটা সুন্দর ভাবে গড়ে দিয়েছিলাম। বাংলার তিনটে ক্লাবেরই উন্নতি করেছে আমাদের সরকার। আমি আজ সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য ও মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আরও ৫০ লক্ষ টাকা দিচ্ছি। আমি অরূপকে বলব টাকাটা দিয়ে দেওয়ার জন্য।’’

মোহনবাগান ক্লাবের কৃতিত্বে খুশি মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন, গোটা দেশের সামনে বাংলার মুখ উজ্জ্বল করেছে এই ক্লাব। তিনি বলেন, ‘‘আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। বাংলাই পথ দেখায়। বাংলাই পথ দেখাবে। আগামী দিনে আপনারা বিশ্ব জয় করবেন। মোহনবাগান এ ভাবেই সামনের দিকে এগিয়ে যাবে।’’

মোহনবাগানের নামের শুরু থেকে এটিকে সরে যাওয়াকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও সেটা চেয়েছিলেন বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘এটিকে শুনতে ভাল লাগে না। মোহনবাগান মোহনবাগান। গোর্খাদের বিরুদ্ধে খালি পায়ে লড়াই করে শিল্ড জিতিয়েছিলেন গোষ্ঠ পাল। মোহনবাগান একটা আবেগ। বাংলা আজ ভারতসেরা। মোহনবাগান আজ ভারতসেরা। আমরা গর্বিত।’’

মোহনবাগান ও সর্বোপরি ফুটবলের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্কের কথাও তুলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ছোট তিনি দেখতেন মোহনবাগানের খেলা থাকলে তাঁর মা পুজো দিতে যেতেন। তাঁর দাদাও বাগান সমর্থক। এমনকি তাঁর বাবা কালীঘাট মিলন সঙ্ঘের প্রাক্তন সভাপতি ছিলেন। মা-বাবা-দাদাদের থেকেই এই ফুটবল প্রীতি তাঁর। মঞ্চ থেকে দর্শকদের দিকে বল ছুড়ে দিতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan Mamata Banerjee ISL 2022-23
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE