Advertisement
১৩ অক্টোবর ২০২৪
Asian Games

এশিয়াড টেনিসে প্রথম সোনা ভারতের, সাতাশের রুতুজাকে নিয়ে জেতালেন তেতাল্লিশের বোপান্না

ছেলেদের ডবলসে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। মিক্সড ডবলসে রোহন বোপান্না সোনা এনে দিলেন দেশকে। অভিজ্ঞ টেনিস খেলোয়াড়ের সঙ্গী ছিলেন রুতুজা ভোসলে। তাইপেই জুটিকে হারিয়ে দিলেন তাঁরা।

Tennis

(বাঁদিক থেকে) রুতুজা ভোসলে এবং রোহন বোপান্না। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৭
Share: Save:

ছেলেদের ডবলসে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। মিক্সড ডবলসে রোহন বোপান্না সোনা এনে দিলেন দেশকে। অভিজ্ঞ টেনিস খেলোয়াড়ের সঙ্গী ছিলেন রুতুজা ভোসলে। চাইনিজ তাইপেই জুটিকে হারিয়ে দিলেন তাঁরা। প্রথম সেটে হেরে গিয়েও ফাইনাল জিতলেন বোপান্নারা।

প্রথম সেটে বোপান্নারা হেরেছিলেন ২-৬ ব্যবধানে। ৩৩ মিনিটে সেই সেট জিতে নেন তাইপেইয়ের লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াং। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন বোপান্নারা। তাঁরা সেট জেতেন ৩০ মিনিটে। ৬-৩ সেটে জিতে যায় বোপান্না-রুতুজা জুটি। এশিয়ান গেমসে তৃতীয় সেট হয় টাইব্রেকার। সেখানে ১০-৪ ব্যবধানে জেতেন বোপান্নারা। সেই সঙ্গে এশিয়ান গেমসে ভারতের নবম সোনা নিশ্চিত করেন তাঁরা।

gfx

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বোপান্নার বয়স ৪৩ বছর। সঙ্গী রুতুজার বয়স ২৭। গত বারের এশিয়ান গেমসে ডবলসে সোনা জিতেছিল ভারত। সেই পদকও এসেছিল বোপান্নার হাত ধরে। এশিয়ান গেমসে দ্বিতীয় বার সোনা জিতলেন তিনি। রুতুজা এশিয়ান গেমসে এই প্রথম বার পদক জিতলেন।

শনিবার ভারতের এটা দ্বিতীয় পদক জয়। সকালে শুটিংয়ে পদক এনে দিয়েছিলেন সরবজ্যোত সিংহ এবং দিব্যা থারিগল। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতেছিলেন তাঁরা। দিনের প্রথম সোনার পদক এল বোপান্নাদের হাত ধরেই।

অন্য বিষয়গুলি:

Asian Games Tennis Rohan Bopanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE