হংকং ওপেনে পুরুষদের ডাবলসের শেষ চারে উঠলেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। শুক্রবার শেষ আটে এক ঘন্টা চার মিনিটের লড়াইয়ে মালয়েশিয়ার জুয়ানদি আরিফ-রয় কিং ইয়াপ জুটিকে হারালেন তাঁরা। ফল ২১-১৪, ২০-২২ ও ২১-১৬।
একই সঙ্গে সেমিফাইনালে উঠেছেন লক্ষ্য সেনও। তিনি হারান নিজের দেশেরই আয়ুষ শেট্টিকে। তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩১ নম্বরে থাকা আয়ুষকে হারাতে তিন গেম লড়তে হয় বিশ্বের ২০ নম্বর লক্ষ্যকে। ফল ২১-১৬, ১৭-২১, ২১-১৩।
এ দিন ডাবলসে প্রথম গেম আধিপত্য নিয়েই জিতেছিলেন সাত্ত্বিক-চিরাগ। কিন্ত দ্বিতীয় গেমে জেতে মালয়েশীয় জুটি। তৃতীয় গেমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে ২১-১৬ জিতে শেষ চারে পৌঁছে যান সাত্ত্বিক-চিরাগ। সাত্ত্বিক-চিরাগের সেমিফাইনালে ওঠার পথ একেবারেই সহজ ছিল না। এক ঘন্টা তিন মিনিটের লড়াইয়ে তাইল্যান্ডের পিরাচাই সুকফুন ও পাক্কাপন তিররাতসাকুলকে ১৮-২১, ২১-১৫, ২১-১১ ফলে তাঁরা হারান।
গত এক বছর ধরেই ছন্দে ফেরার জন্য মরিয়া লড়াই করছিলেন সাত্ত্বিক-চিরাগ। চলতি বছর এখনও পর্যন্ত একটিও ওপেন চ্যাম্পিয়ন হতে পারেননি তাঁরা। বছরের শুরুতে মালয়েশিয়া ওপেনে দক্ষিণ কোরিয়া জুটির বিরুদ্ধে সেমিফাইনালে হেরে গিয়েছিলেন। তার পরে ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে ১৮-২১ এবং ১৪-২১ পয়েন্টে হারেন সাত্ত্বিক-চিরাগ। সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনাল থেকেও ছিটকে গিয়েছিলেন তাঁরা। অগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে ১৯-২১, ২১-১৮ এবং ১২-২১ ফলে হেরেছিল ভারতীয় জুটি। এখন দেখার হংকং ওপেন চ্যাম্পিয়ন হতে পারেন কি না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)