শুক্রবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মাত্র ২ রানে ফিরেছেন বিরাট কোহালি। যা চলতি সফরে ব্যাট হাতে তাঁর দুঃসময়কেই ফের সামনে আনল। পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের পর এ রকম রান-খরা তাঁর কেরিয়ারে প্রথম।
চলতি নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি, একদিনের ম্যাচ ও চলতি টেস্ট মিলিয়ে আট ইনিংস খেলে ফেললেন ভারত অধিনায়ক। এর মধ্যে মাত্র একটি ইনিংসেই পঞ্চাশ পার করতে পেরেছেন তিনি। একটু পিছিয়ে গেলে দেখা যাচ্ছে যে, আন্তর্জাতিক ক্রিকেটে গত ১৯ ইনিংসে একবারও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি কোহালি। তাঁর শেষ সেঞ্চুরি এসেছিল গত নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে। গোলাপি বলে দিন-রাতের সেই টেস্টে ১৩৬ রান করেছিলেন তিনি।
শেষ আট ইনিংসে একটা মাত্র হাফ-সেঞ্চুরি। শেষ ১৯ ইনিংসে কোনও সেঞ্চুরি নেই। লম্বা ক্রিকেট জীবনে কোহালির কেরিয়ারে এমন সময় আগেও দু’বার এসেছে। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর, এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২৪ ইনিংসে একবারও সেঞ্চুরি করেননি কোহালি। সেই সময় তাঁর সার্বিক গড়ও কমে গিয়েছিল অনেক। ২০১১ বিশ্বকাপের আগে সব ফরম্যাট মিলিয়ে তাঁর গড় ছিল ৪৮। সেটাই সাত মাস পর কমে দাঁড়ায় ৩৯!