Advertisement
১৮ মে ২০২৪
Coronavirus

মুখ্যমন্ত্রী বলতেই ছুট হাসপাতালে 

সেই মতো শনিবারই মেদিনীপুরের করোনা হাসপাতালে পরিদর্শনে গেলেন জেলাশাসক রশ্মি কমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার প্রমুখ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০০:৫৯
Share: Save:

শুক্রবার জেলাগুলির সঙ্গে ভিডিয়ো বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপারদের হাসপাতালে পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়েছিলেন, এই সময়ে বসে থাকলে চলবে না।

সেই মতো শনিবারই মেদিনীপুরের করোনা হাসপাতালে পরিদর্শনে গেলেন জেলাশাসক রশ্মি কমল, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার প্রমুখ। শহরতলির মোহনপুরের কাছে এক বেসরকারি হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। শনিবার এই হাসপাতালেই পরিদর্শন হয়েছে। শুধু পরিদর্শন নয়, এ দিন এখানে এক বৈঠকও হয়েছে। বৈঠকে ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার। ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা-সহ জেলা স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকেরা। ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের আধিকারিক, চিকিৎসকেরাও। হাসপাতালের পরিকাঠামো নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কী রয়েছে, কী প্রয়োজন, সে সব দেখা হয়েছে।

মেদিনীপুর মেডিক্যালের আধিকারিক, চিকিৎসকেরা কিছু প্রস্তাব রেখেছেন। জরুরি ভিত্তিতে কী কী প্রয়োজন জানিয়েছেন। সবদিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। আগে একবার এই হাসপাতালে পরিদর্শনে এসেছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার। তখন অবশ্য করোনা হাসপাতালটি পুরোদস্তুর চালু হয়নি। পুরোদস্তুর চালু হওয়ার পরে এ দিনই প্রথম হাসপাতালে যান জেলাশাসক, জেলা পুলিশ সুপার। বৈঠক করেন। মেদিনীপুর মেডিক্যালের এক আধিকারিক জানাচ্ছেন, বৈঠকে হাসপাতালে পরিকাঠামোর দিকগুলি নিয়েই আলোচনা হয়েছে। হাসপাতাল সুষ্ঠু ভাবে চালাতে যে যে পদক্ষেপ করার করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE