Advertisement
০৮ মে ২০২৪
West Bengal News

পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়ানো হবে, বললেন অমিত শাহ

মঙ্গলবার প্রথমে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে একটি জনসভায় যোগ দেন অমিত শাহ।

কেশিয়াড়ির সভায় অমিত শাহ। ছবি: টুইটার থেকে

কেশিয়াড়ির সভায় অমিত শাহ। ছবি: টুইটার থেকে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ১৫:৪৫
Share: Save:

রাজ্যে ষষ্ঠ দফার ভোট প্রচারে ফের রাজ্যে অমিত শাহ। ইতিমধ্যেই দু’টি নির্বাচনী জনসভায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি রাজ্য সভাপতি। রাজীব গাঁধী ইস্যুতে নিশানা করেন কংগ্রেসকেও।

মঙ্গলবার প্রথমে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে একটি জনসভায় যোগ দেন অমিত শাহ। ‘জয় শ্রীরাম’ স্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত রেগে যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অমিত শাহ। পাশাপাশি, তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট, তোলাবাজির অভিযোগেও সরব হন অমিত।

এর পর ছিল কেশিয়ারির সভা। এই সভাতেও তৃণমূল এবং কংগ্রেসকে এক সারিতে বসিয়ে আক্রমণ করেন অমিত শাহ। এর পর যোগ দিয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জনসভায়।

বিষ্ণুপুরের সভায় অমিত শাহ

• ২৩ তারিখের পর মোদীজিই প্রধানমন্ত্রী হবেন

• আপনারা এখানে এসেছেন

• সারা দেশে একটাই শব্দ উঠেছে, পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণে একটাই শব্দ মোদী-মোদী

• সারা দেশের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা পোশাক, কিন্তু আওয়াজ একটাই — মোদী-মোদী

• সারা দেশে উন্নয়নের ইস্যুতে ভোটের লড়াই হচ্ছে

• মোদীজি ৭ কোটি মায়েদের ঘরে গ্যাস দিয়েছেন

• ৮ কোটি ঘরে শৌচালয় দিয়েছেন

• সারা দেশে এই উন্নয়নের ইস্যুতে ভোট হয়, কিন্তু পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার লড়াই হচ্ছে

• পঞ্চায়েত ভোটে আপনারা কি আপনাদের ভোট দিতে পেরেছেন?

• পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর অনুমতি মেলে না

• আপনারাই বলুন, এই সব পুজো এই রাজ্যে হওয়া উচিত কি উচিত নয়

• আপনারা ‘জয় শ্রীরাম’ বলতে চান তো? তাহলে আমার সঙ্গে বলুন

• কিন্তু এইে রাজ্যে জয় শ্রীরাম বললে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে জেলে পোরার হুমকি দেন

• কিন্তু আমি এসে গিয়েছি, দেখি কীভাবে আমাকে আটকান

• আমি এখন কলকাতায় যাব, দেখি আমাকে কীভাবে আটকান

• এ বার শুধু মোদী সরকার নয়, এই রাজ্ থেকে ২৩টি আসন চাই

• এই রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো উচিত কি উচিত নয়?

• কিন্তু অন্য দেশ থেকে যাঁরা শরনার্থী হয়ে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে

• শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে তাড়ানো হবে

• কংগ্রেসের লোকজন মনে করছেন, মোদীজিকে গালি দিয়ে পার পেয়ে যাবেন

• কংগ্রেস, মমতা দিদি শুনে নিন, মোদীজিকে যত গালাগালি করবেন, মানুষ ততই তাঁকে ভালবাসবেন

• কংগ্রেসের সরকার ছিল, তৃণমূল সমর্থন করেছিল

• পাঁচ বছরে এক লাখ ৩২ কোটি টাকা দিয়েছিল

• মোদীজি এলেন, পশ্চিমবঙ্গকে ৪ লাখ ২৪ হাজার ৮০০ কোটি টাকা দিলেন

• আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই চার লাখ কোটি টাকা আপনাদের কাছে গিয়েছে

• পুরো সিন্ডিকেটের লোকে খেয়ে গিয়েছে

• এখন সিন্ডিকেটও নেই, এখন ভাইপো খেয়ে নিচ্ছেন

• এখানে বোমা-গুলি নিয়ে দুষ্কৃতীরা ঘুরে বেড়ায়

• কিন্তু মমতা দিদি কোনও ব্যবস্থা নেন না

• সৌমিত্র খানকে জেতান, ২৩ সিটে জিতিয়ে দিন

• তৃণমূল বাংলাকে ধ্বংস করেছে, আমরা সোনার বাংলা করে দেব

• একটু আগেই শুনলাম, মোদীর দু’টি সভার অনুমতি বাতিল করে দেওয়া হয়েছে

• বিষ্ণুপুরের বাসিন্দারা বলুন, মোদীজিকে এই সভা করতে দেওয়া উচিত কি উচিত নয়?

• ফণী আক্রান্তদের সাহায্য করতে মোদীজি মমতা দিদিকে ফোন করেছিলেন

• কিন্তু মমতা দিদি ফোনই উঠাননি

• মমতা দিদি, ফোন তলুন বা না তুলুন, বাংলার মানুষ মোদীজিকে ভালবাসে, ভালবাসবেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE