Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Galwan Valley. Mamata Banerjee

গলওয়ানে নিহত রাজ্যের দুই, আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিহত দু’জনের মধ্যে সুভাষ ওরাওঁ বীরভূমের মহম্মদবাজারের। অন্য জন বিপুল রায়ের বাড়ি আলিপুরদুয়ারের শামুকতলা থানার বিন্দিপাড়ায়।

গলওয়ানে নিহত বীরভূম ও আলিপুরদুয়ারের দুই জওয়ানের পরিবারকে সাহায্য়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর। —ফাইল চিত্র

গলওয়ানে নিহত বীরভূম ও আলিপুরদুয়ারের দুই জওয়ানের পরিবারকে সাহায্য়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ১৮:১৬
Share: Save:

গলওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষে নিহতদের মধ্যে এ রাজ্যের দুই সেনা জওয়ান রয়েছেন। বীরভূম এবং আলিপুরদুয়ার জেলার ওই দু’জনকেই পাঁচ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুই পরিবারের এক জন করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বুধবার টুইট করে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দুই জওয়ানের প্রতি শোকবার্তার পাশাপাশি ওই পরিবার দু’টিকেও সমবেদনা জানিয়েছেন তিনি।

সোমবার রাতে গলওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষে মৃত্যু হয়েছে ভারতীয় সেনার এক কর্নেল এবং ১৯ জওয়ানের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এ রাজ্যের দুই জওয়ান। এক জন বীরভূমের মহম্মদবাজারের বেলগড়িয়া গ্রামের যুবক সুভাষ ওরাওঁ। অন্য জন বিপুল রায়ের বাড়ি আলিপুরদুয়ারের শামুকতলা থানার বিন্দিপাড়া এলাকায়।

এই দুই জওয়ানের পরিবারকেই আর্থিক অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের টুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘গলওয়ান উপত্যকায় শহিদ জওয়ানদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিহতদের মধ্যে আমাদের রাজ্যের দু’জন রয়েছেন। সিপাহি রাজেশ ওরাওঁ এবং জেনারেল ডিউটি বিপুল রায়।’’

আরও পড়ুন: ভারত শান্তি চায়, কিন্তু প্ররোচনা এলে জবাব দিতেও তৈরি: প্রধানমন্ত্রী

আরও পড়ুন: গলওয়ান থেকে শিক্ষা, চিন সীমান্তে রণকৌশল বদলাচ্ছে সেনা

আর্থিক সাহায্য ও চাকরি দেওয়ার ঘোষণা করে জানিয়েছেন, ‘‘দেশের জন্য ওঁরা যে মহান ত্যাগ করেছেন, কোনও কিছু দিয়েই তার ক্ষতিপূরণ করা যায় না। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে আছি। তাঁদের পিরাবরকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবারের এক জনেকে চাকরির ব্যবস্থা করব।’’ পরে নবান্নে করোনাভাইরাস সংক্রান্ত সাংবাদিক বৈঠকেও একই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Galwan Valley Mamata Banerjee Birbhum Alipurduar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE