Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মঞ্চ ভেঙে মাটিতে নেতা-মন্ত্রীরা

কাটোয়ার ১২ নম্বর ওয়ার্ডে ওই পশু হাসপাতাল পুনর্নির্মাণের পরে, উদ্বোধনের আয়োজন হয় এ দিন। ৮০ হাজার টাকায় মঞ্চ বাঁধার বরাত পান দাঁইহাটের এক ডেকরেটর।

কাটোয়ায় ভেঙে পড়েছে মঞ্চ। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়

কাটোয়ায় ভেঙে পড়েছে মঞ্চ। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ০২:৫৯
Share: Save:

মঞ্চে বসে নেতা-মন্ত্রীরা। সরকারি আধিকারিক গান ধরেছেন, ‘বাজলো তোমার আলোর বেণু’। হেন কালে ছন্দপতন। হুড়মুড়িয়ে ভেঙে গেল মঞ্চের মাঝখান। গড়িয়ে পড়লেন অতিথিরা। উদ্ধার করতে দেহরক্ষীরা এগোতেই গোল বাধল আরও। সবার ভারে পুরোপুরি ভেঙে পড়ল মঞ্চ।

পূর্ব বর্ধমানের কাটোয়ায় বুধবার ‘মাল্টি ডিসিপ্লিনারি ভেটেরিনারি’ হাসপাতালের উদ্বোধনে এমন বিপত্তিতে অল্পবিস্তর আহত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমানের জেলা সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডুরা। বেশি চোট পান পশু চিকিৎসক রাজেশ কয়াল ও কাটোয়ার কাউন্সিলর প্রণব দত্ত। তাঁদের হাসপাতালে ভর্তি করাতে হয়। দুর্ঘটনার পরে মঞ্চ ছাড়াই অনুষ্ঠান চালিয়ে যান মন্ত্রী।

কাটোয়ার ১২ নম্বর ওয়ার্ডে ওই পশু হাসপাতাল পুনর্নির্মাণের পরে, উদ্বোধনের আয়োজন হয় এ দিন। ৮০ হাজার টাকায় মঞ্চ বাঁধার বরাত পান দাঁইহাটের এক ডেকরেটর। পুলিশ সূত্রের দাবি, মঞ্চের পিছনের দিকে বাঁশের খুঁটি মাটিতে গাঁথা ছিল। মাঝে বা সামনের খুঁটিগুলি সে ভাবে গাঁথা ছিল না। সুরক্ষায় নজর দেওয়া হয়নি বলেও ধারণা পুলিশ-কর্তাদের একাংশের। ডেকরেটরের কর্ণধার নির্মলেন্দু ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্মলেন্দুবাবু বলেন, ‘‘যথেষ্ট মজবুত মঞ্চই করেছি। দুর্ঘটনার খবরে গিয়ে দেখি, বেশ কিছু খুঁটি উধাও। কী করে তা হল, সেটাই প্রশ্ন!’’ জেলার অতিরিক্ত এসপি ধ্রুব দাস বলেন, ‘‘বিভিন্ন পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।’’

মন্ত্রী স্বপনবাবু যদিও এই ঘটনাকে আমল না দিয়ে বলেন, ‘‘বাড়ির তুলসিতলায় প্রদীপ জ্বালাতে গেলেও কোনও কোনও সময়ে উল্টে যায়। মঞ্চ ভাঙলেও তেমন লাগেনি। তবে কেন এমন হল, পুলিশের কাছে জানব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Katwa Stage Collapse
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE