Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Migrant Workers

কেন ফের ভিন রাজ্যের পথে পরিযায়ী শ্রমিকরা, কী বলছেন তাঁরা

শ্রমিকদের অভিযোগ, লকডাউনের সময়ে বাড়ি ফিরে এসে গত কয়েক মাস বেকার থাকতে হয়েছে। কোনও রোজগার নেই।

ঘরে ফিরেও কর্মহীন বলে অভিযোগ পরিযায়ী শ্রমিকদের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ১৯:১৯
Share: Save:

অনেকেই ফিরে গিয়েছিলেন আগে। এ বার বাকিদের পালা। ইদ পেরোতেই ব্যাগ গুছিয়ে ভিন রাজ্যে কাজের খোঁজে পাড়ি দিতে তৈরি হচ্ছেন মুর্শিদাবাদের হাজার হাজার পরিযায়ী শ্রমিক। অন্য রাজ্যে গিয়ে কাজ যে পাবেন সেই নিশ্চয়তাও নেই। করোনার আতঙ্কে ভিন রাজ্যে গিয়েও বাধা পাচ্ছেন তাঁরা। কিন্তু তার পরেও অনিশ্চিত যাত্রাতেই শামিল এই শ্রমিকেরা। কারণ, নিজের গ্রামে, নিজের জেলায়, নিজের রাজ্যে কাজ নেই। এই পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, লকডাউনের সময়ে বাড়ি ফিরে এসে গত কয়েক মাস ধরে বেকার হয়ে থাকতে হয়েছে তাঁদের। কোনও রোজগার নেই। তাই স্ত্রীর গয়না বন্ধক দিয়ে, বাড়ির শেষ সম্বলটুকু বেচে বাস ভাড়া, গাড়ি ভাড়া জোগাড় করে ফের বেঁচে থাকার জন্য ভিন রাজ্যে যেতে মরিয়া তাঁরা।

আরও পড়ুন: কোভিড সারার পরে কতদিনে স্বাভাবিক হবে জীবন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE