দাম্পত্য বিবাদের পর বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন স্ত্রী। স্ত্রীকে ফিরিয়ে আনতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বার হন স্বামীও। তবে স্ত্রীকে খুঁজতে যাওয়ার আগে বেশ কিছুটা মদ্যপানও করে ফেলেছিলেন তরুণ। মদের নেশায় বুঝতে পারেননি তিনি গাড়ি নিয়ে সোজা চলে এসেছেন রেলস্টেশনে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ, গ্বালিয়রে। সংবাদ প্রতিবেদন অনুসারে মদ্যপ তরুণের নাম নিতিন। তিনি স্ত্রীকে স্টেশনে খুঁজে পাওয়ার আশায় গাড়ি নিয়ে সটান প্ল্যাটফর্মে উঠে পড়েন। ঘটনাটি চোখে পড়ে রেলপুলিশের। স্ত্রীর সন্ধান করতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হয়েছে তাঁর। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আনন্দবাজার ডট কমের হাতেও এসেছে সেই ভিডিয়োটি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা রঙের একটি সেডান গাড়ি সটান উঠে আসছে প্ল্যাটফর্মে। সে সময় সাব-ইন্সপেক্টর রবীন্দ্র সিংহ রাজাওয়াত ও কয়েক জন রেলপুলিশ প্ল্যাটফর্মে টহল দিচ্ছিলেন। ঠিক তখনই তাঁরা দেখতে পান যে একটি সাদা গাড়ি প্ল্যাটফর্মে প্রবেশ করছে এবং যে দিকে রেললাইন আগ্রার দিকে গিয়েছে সে দিকে গাড়িটি এগিয়ে যাচ্ছে। গাড়িটি দেখে স্টেশনে পড়ে যায় হুলস্থুল। উপস্থিত যাত্রীরা সেই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। রেলপুলিশের আধিকারিকেরা সঙ্গে সঙ্গে গাড়িটিকে সরিয়ে নিয়ে যান ও সেটি বা়জেয়াপ্ত করা হয়। রেলের আইনের ধারায় নিতিনকে গ্রেফতার করে রেলপুলিশ।
নিতিনকে চিকিৎসকেরা পরীক্ষা করার পর জানা যায় ঘটনার সময় তিনি মদ্যপ ছিলেন। ঝাঁসি রেলওয়ে ডিভিশনের জনসংযোগ আধিকারিক মনোজ কুমার সংবাদমাধ্যমে জানান, ঘটনার সময় অভিযুক্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। নেশার ঝোঁকে গাড়িটি প্ল্যাটফর্মের উপর নিয়ে আসেন। আরপিএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে প্ল্যাটফর্ম থেকে বার করে আনে। তরুণের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রেলকর্তা।