Advertisement
E-Paper

‘মা খারাপ, নিয়ে চলে যাও’! ফোন করে অভিযোগ করল খুদে, নালিশের কারণ শুনে চমকে গেল পুলিশ

আমেরিকার উইসকনসিনের বাসিন্দা একটি চার বছর বয়সি শিশু সম্প্রতি ৯১১ নম্বরে ফোন করে মাকে ধরে নিয়ে যাওয়ার আবেদন করে। পুলিশকর্মী কারণ জানতে চাওয়ায় কচি গলায় শিশুটি বলে ওঠে, ‘‘মা খুব খারাপ, তাই মাকে নিয়ে চলে যাও।’’

child called 911 to report his mother

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৩:০৮
Share
Save

পুলিশ হেল্পলাইনে হঠাৎ করে বেজে উঠল ফোন, ফোনের অন্য প্রান্তে শোনা গেল আধো গলার নালিশ। পুলিশের কাছে খুদের দাবি, তার মাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হোক। ফোনের অপর প্রান্তে থাকা পুলিশকর্মী কারণ জানতে চাওয়ায় কচি গলায় শিশুটি বলে ওঠে, ‘‘মা খুব খারাপ, তাই মাকে নিয়ে চলে যাও।’’ এক চার বছরের শিশু ও পুলিশকর্মীর ফোনের কথোপকথনের এই ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সিএনএনের প্রতিবেদন অনুসারে, আমেরিকার উইসকনসিনের বাসিন্দা এক চার বছর বয়সি শিশু সম্প্রতি ৯১১ নম্বরে ফোন করে তার মাকে ধরে নিয়ে যাওয়ার আবেদন করে। মায়ের ‘অপরাধ’ জানতে চাওয়ায় ফোনে শিশুটির মাকে বলতে শোনা যায়, তাঁর ছেলের আইসক্রিমটি তিনি খেয়ে নিয়েছেন। এই ‘অপরাধ’-এর জন্যই তাঁর ছেলে ৯১১ নম্বরে ফোন করে। চেষ্টা করেও তাকে আটকানো যায়নি। মাকে পুলিশের সঙ্গে কথা বলতে দেখে শিশুটি বলে ওঠে, সে-ই পুলিশকে ফোন করেছে এবং মাকে জেলে ভরে দেওয়ার জন্য অনুরোধ করেছে।

এই ঘটনা শোনার পর খুদের সঙ্গে দেখা করার ও তার নালিশ শোনার লোভ সামলাতে পারেননি পুলিশকর্মীরা। তাঁরাও সোজা গিয়ে হাজির হন খুদের বাড়িতে। সত্যিই পুলিশ এসে মাকে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করলে নিজের মত পাল্টায় শিশুটি। মাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে সে। এখানেই শেষ নয়। পরের দিন তার বাড়িতে আবারও হাজির হন দুই পুলিশকর্মী। এ বার হাতকড়ার বদলে তাঁদের হাতে ছিল খুদের প্রিয় আইসক্রিম। সমাজমাধ্যমে ভিডিয়োটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ২১ হাজারের বেশি লাইক পেয়েছে।

america

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}