মজা করে বাবাকে ‘ঘোল খাইয়ে’ ছাড়ল একরত্তি মেয়ে। খুদের দুষ্টু বুদ্ধির কাছে হার মানলেন এক তরুণ। টিভি চলছে না বলে বাবাকে ঘরের ভিতর থেকে ডেকে এনে সে যা করল তা দেখে হেসে কুটিপাটি দর্শক। নিখাদ মজার ভিডিয়োটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে নজর কেড়েছে ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ছোট্ট মেয়ে ছুটে তার বাবার কাছে টিভি বন্ধ থাকার অনুযোগ জানাতে যায়। মেয়ের কথা শুনে তিনি বসার ঘরে আসেন। ভিডিয়োয় দেখা গিয়েছে দেওয়ালজোড়া টিভির পর্দাটি অদ্ভুত হয়ে রয়েছে। দেখলে মনে হতে পারে সেটি আঘাত লেগে ভেঙে গিয়েছে। নাবালিকার বাবা তাকে কোলে নিয়ে টিভির দিকে তাকাতেই যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। হতচকিত হয়ে মেয়েকে কোল থেকে নামিয়ে টিভির দিকে এগিয়ে যান। টিভির পর্দাটি স্পর্শ করতেই আরও চমকে যান তিনি। হঠাৎ করেই একটি ভয়ঙ্কর ভৌতিক দৃশ্য চালু হয়ে যায় সেখানে। আচমকা সেটি চোখের সামনে চলে আসায় ভয়ে চিৎকার করে তরুণ মেঝেতে পড়ে যান। তার পরই তিনি পড়িমড়ি করে ঘর থেকে ছুটে বেরিয়ে যান।
আরও পড়ুন:
আর বাবার সেই প্রতিক্রিয়া দেখে শিশুটি প্রবল আনন্দে হাততালি দিয়ে সোফার উপর নাচতে শুরু করে দেয়। ‘প্র্যাঙ্ক’ করার পর ছোট্ট মেয়েটির অভিব্যক্তি দেখে হেসে কুটিপাটি নেটপাড়া। মেয়েটির বুদ্ধির প্রশংসাও করেছেন বেশ কয়েক জন। ইনস্টাগ্রামের ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রায় ৫৮ হাজার মানুষ লাইক দিয়েছেন এই ভিডিয়োটিতে।