সাপ দেখলেই অধিকাংশ মানুষের আতঙ্কে রক্ত হিম হয়ে ওঠে। আর গায়ের উপর সাপ উঠে এলে তো আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার জোগাড় হয়। তেমনই এক পরিস্থিতির শিকার হলেন এক তরুণ। অর্ধউলঙ্গ হয়ে প্রকাশ্য স্থানে দাঁড়িয়ে থাকতে হল তাঁকে। তরুণের প্যান্টের ভিতর থেকে লম্বা জ্যান্ত সাপকে টেনে আনতে কালঘাম ছুটল উদ্ধারকারী তরুণের। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে এক ব্যক্তি একটি ফাঁকা জায়গায় শুধুমাত্র অন্তর্বাস পরে দাঁড়িয়ে রয়েছেন। প্যান্টটি গোড়ালির কাছে নামানো। ভাঁজ করা প্যান্টের থেকে উঁকি মারছে একটি সাপের মাথা। অন্য এক জন তরুণ সাপটিকে প্যান্টের ভিতর থেকে টেনে বার করার চেষ্টা করছেন। সাপটিকে ধরার চেষ্টা করতেই সেটি হাঁ করে তেড়ে আসে। তার পরই প্যান্টের ভিতরে লুকিয়ে যায়। ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তরুণকে। উদ্ধারকারী তরুণকে সাহায্য করতে এগিয়ে আসেন আর এক তরুণ। দু’জনে মিলে দাঁড়িয়ে থাকা তরুণের প্যান্ট থেকে সাপটিকে উদ্ধার করার চেষ্টা করেন।
বেশ কিছু ক্ষণ টানাহেঁচড়ার পর প্রথম তরুণ প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে সাপটিকে কব্জা করে বার করে আনেন। আর তাতেই যেন ধড়ে প্রাণ ফিরে আসে অর্ধউলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকা তরুণের। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে। ‘আনিউলাইফস্টার্ট’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রায় ১৭ হাজার লাইক জমা পড়েছে তাতে। তরুণের অবস্থা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘তরুণের কপাল ভাল সাপটিকে উদ্ধার করার সময় সেটি তাঁকে কামড়ায়নি।’’ বহু নেটাগরিকের প্রশ্ন, সাপটি প্যান্টের ভিতরে ঢুকল কী করে?