বিমানবন্দরে খাবার এবং জলের দাম আকাশছোঁয়া। তাই কম দামে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করতে অদ্ভুত উপায় বার করলেন এক যাত্রী। বিমানে ওঠার আগে দামি খাবার কেনা এড়াতে দুর্দান্ত সমাধান বার করলেন তিনি। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই খাবার এবং দরকারি সামগ্রী হাতে পেয়ে গেলেন তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরে এক যাত্রীর হাতে একটি কাগজের ব্যাগভর্তি জিনিসপত্র তুলে দিচ্ছেন এক বাইকআরোহী। দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে যাত্রাবিরতির সময় এক যাত্রী দামি খাবার কেনা এড়াতে একটি বিকল্পের খোঁজ পেয়েছিলেন। তিনি তাঁর পরবর্তী উড়ানটি ধরার আগে একটি পণ্যসরবরাহকারী অ্যাপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাবার অর্ডার করেছিলেন। ১০ থেকে ১৫ মিনিটের অ্যাপের সরবরাহকারী কর্মী তাঁর হাতে ব্যাগটি তুলে দেন। সেই ভিডিয়োটিই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বিমানবন্দরে কোনও কারণে খাবার বা জলের প্রয়োজন হলে চড়া দামে তা কেনার অভিজ্ঞতা কম-বেশি সকলেরই হয়ে থাকে। ওই যাত্রী ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, ‘‘বিমানবন্দরে ১০০০ টাকার খাবার কেনা থেকে বিরত থাকতে পারেন। কারণ আপনি দিল্লি বিমানবন্দরের ভিতরেও অ্যাপ থেকে খাবার এবং প্রয়োজনীয় জিনিস অর্ডার করতে পারেন।’’ ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আমি গ্বালিয়র থেকে সিঙ্গাপুর যাচ্ছিলাম এবং দিল্লি বিমানবন্দরে কয়েক ঘণ্টার জন্য অপেক্ষা করতে হয়েছিল। টার্মিনালে পৌঁছোনোর পরেই আমি বুঝতে পারলাম যে, আমি আমার খাবার এবং ব্যক্তিগত জিনিসপত্র আনতে ভুলে গিয়েছি। আমার পরবর্তী বিমানটি ছিল সন্ধ্যায়। তাই আমি ভাবলাম অ্যাপ থেকে অর্ডার করে দেখা যাক।’’
আরও পড়ুন:
তাঁর এই উপায়টি সফলও হয়েছিল। অর্ডার নিয়ে সরাসরি বিমানবন্দরের ভিতরে পৌঁছে গিয়েছিলেন সরবরাহকর্মী। তা-ও আবার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই। ভিডিয়োটি পোস্ট হওয়ার পর এখনও পর্যন্ত ৬ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। মন্তব্য বিভাগে নেটাগরিকেরা যাত্রীর উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন। এক জন লিখেছেন ‘‘খুবই বুদ্ধিমানের কাজ করেছেন। এখন আর ২০ টাকার জলের বোতল ১০০ টাকা দিয়ে কিনতে হবে না।’’