Advertisement
E-Paper

টিভি, মোবাইলের পর জেলের অন্দরে মদের আসর! সঙ্গে কাটা ফল, বাদাম, বন্দিদের উদ্দাম নাচ, বেঙ্গালুরুর ভিডিয়ো ভাইরাল

বন্দিরা মদ এবং খাবারের সহযোগে পার্টির আয়োজন করেছে জেলের ভিতর। সেই আসরে বন্দিরা জড়ো হয়ে উচ্চস্বরে গান করছে ও বাসন বাজিয়ে গান জুড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১০:৩৬
inmates hosting parties with alcohol and snacks

ছবি: সংগৃহীত।

কাচের ছোট ছোট বোতলে রাখা মদ। পর পর সাজানো। প্লেটে ফল, ভাজা বাদাম। মদ্যপানের সমস্ত উপকরণ প্রস্তুত। সেই আসরে চলছে জেলবন্দিদের উদ্দাম নাচ! বেঙ্গালুরুর কেন্দ্রীয় জেলের ভিতরে বেআইনি কার্যকলাপের একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসছে বলে দাবি উঠেছে সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমে। খুন, ধর্ষণ ও সন্ত্রাসের মামলার অপরাধীদের টিভি, মোবাইল ফোন ব্যবহারের ভিডিয়োর পর মদের আসরের এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বন্দিরা মদ এবং খাবার সহযোগে পার্টির আয়োজন করেছে কারাগারের ভিতর। সেই আসরে বন্দিরা জড়ো হয়ে বাসন বাজিয়ে উচ্চস্বরে গান জুড়েছে। পার্টির জন্য সুন্দর ভাবে সাজানো মদভর্তি একটি গ্লাস, কাটা ফল এবং ভাজা বাদামের প্লেট দেখা গিয়েছে। চারটি মদের বোতলও সাজানো রয়েছে সেখানে। ভিডিয়োটির শেষে দেখা গিয়েছে, বেশ কয়েকটি স্মার্টফোন, ইয়ারপড, ফোনের চার্জার মেঝেয় সাজিয়ে রাখা রয়েছে। সেগুলি জেলের বন্দিরা ব্যবহার করে বলে দাবি করা হয়েছে।

ভিডিয়োটি ‘ফ্লাইংবিজ়২৮’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হওয়ার পর তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর রবিবার জানিয়েছেন, জেলে অনিয়ম সংক্রান্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (কারা) বি দয়ানন্দের কাছ থেকে এ বিষয়ে একটি রিপোর্ট তলব করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘‘জেলের মধ্যে এই ধরনের কাজ বরদাস্ত করব না। যথেষ্ট হয়েছে। এই ধরনের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। জেলে কর্মীর সংখ্যা কম বলে অজুহাত দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু যাঁরা আছেন, তাঁরা কী করছেন? এই ধরনের অজুহাত মেনে নেওয়া হবে না।’’ মন্ত্রী আরও বলেন, ‘‘যদি বন্দিরা জেলের ভিতরেই টিভি, ফোন— সব রকমের সুযোগ পায়, তা হলে জেল কিসের জন্য? সিসিটিভি, জ্যামার দেওয়া হয়েছে। কিন্তু খুব সামান্য জায়গাতেই তা লাগানো হয়েছে।’’

Viral News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy