সামনে রাখা রয়েছে বড় একটি থালা। তাতে নড়াচড়া করছে জ্যান্ত পোকা। সেই থালা থেকেই ডানাসমেত কীটগুলিকে মুঠো মুঠো করে তুলে নিয়ে মুখে পুরছে দু’টি শিশু। কাঁচা ও জ্যান্ত পোকাগুলিই তাদের খাবার! দক্ষিণ আফ্রিকার ছোট্ট দেশ উগান্ডার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে প্লেটভর্তি জীবন্ত উইপোকা রেখে খাচ্ছে শিশু দু’টি। ভিডিয়োটি ঝড় তুলেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে শিশুরা মাটি থেকে উইপোকা সংগ্রহ করে থালায় জড়ো করে রেখেছে। সেগুলিকে চিপ্সের মতো খাচ্ছে। ডানাসমেত পোকাগুলিকে তারা কাঁচাই খেয়ে ফেলছে। সংবাদ প্রতিবেদনের দাবি, প্রচণ্ড খিদের তাড়নায় শিশুগুলি পোকামাকড় খেতে বাধ্য হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, উচ্চমাত্রায় প্রোটিনের উৎস এবং পুষ্টিগুণের কারণে আফ্রিকার কিছু অংশে উইপোকা খাওয়ার চল রয়েছে। উইপোকায় মাংসের তুলনায় দ্বিগুণ পরিমাণ প্রোটিন থাকে। প্রচুর পরিমাণে আয়রন এবং অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি লক্ষ করা যায় পতঙ্গটিতে।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘অপরাজিতানেফেস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর সমাজমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। নেটাগরিকদের একাংশের দাবি, উগান্ডায় খাদ্যসঙ্কট চরমে উঠেছে। তাই সঠিক খাবার না পাওয়ায় শিশুরা বাধ্য হয়ে পোকামাকড় ধরে খাওয়া শুরু করেছে। উগান্ডার খাদ্যসমস্যার তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। যদিও আফ্রিকার উপজাতিদের মধ্যে উইপোকা রান্না করে খাওয়ার চল রয়েছে। রাঁধার পর তা কখনও কখনও স্থানীয় সুস্বাদু খাবার হিসাবে বিবেচনা করা হয় এই এলাকায়।