উৎসবের মরসুম শেষের পথে। তা সত্ত্বেও দূরপাল্লার ট্রেনে তিলধারণের জায়গা নেই। বসার জায়গা পাওয়া তো লটারি পাওয়ার সমান। আসনে বসার জন্য হাতাহাতি চুলোচুলির ঘটনা প্রায়ই ঘটছে রেলের কামরায়। তেমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। দিল্লি থেকে বিহারগামী এক ট্রেনে দুই তরুণীর চুল ধরে মারধর করতে দেখা গিয়েছে এক তরুণকে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
১০ সেকেন্ডের এই ক্লিপটিতে দেখা গিয়েছে কামরার ভিতর যেন রণক্ষেত্র! উপরের বার্থে বসে থাকা দুই তরুণীর চুল ধরে টানতে দেখা গিয়েছে কয়েক জন যাত্রীকে। উপরের বার্থে শিশু কোলে নিয়ে বসেছিলেন এক ব্যক্তিও। তিনি ক্ষিপ্ত তরুণদের বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। কী কারণে এই চুলোচুলি তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। ভিডিয়োটি কোন ট্রেনে বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সেই তথ্যও সঠিক ভাবে জানা যায়নি। ভিডিয়োয় উল্লেখ রয়েছে এটি বিহারগামী একটি ট্রেনে ঘটেছিল।
ये लो ट्रेन में ही महाभारत शुरू हो गया अब,,
— Adv.Nazneen Akhtar (@NazneenAkhtar23) October 20, 2025
देख लीजिए बिहार के लोगों के हालात,, pic.twitter.com/LiMlFG7xE5
তরুণীদের বার্থ থেকে টেনে নামানোর চেষ্টা করতেই কামরায় হুলস্থুল কাণ্ড বেধে যায়। প্রবল হট্টগোল শুরু হয় ট্রেনের ভিতরে। চুল ধরে টানাটানি করলেও তরুণীদের শান্ত ভাবেই বার্থে বসে থাকতে দেখা গিয়েছে। কোনও প্রতিবাদ বা পাল্টা হাতাহাতিতে জড়িয়ে পড়েননি তাঁরা। তাঁদের এই আচরণ দেখে অবাক হয়েছেন নেটাগরিকেরা।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘নাজ়িনআখতার২৩’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োয় তিন হাজারের বেশি লাইক জমা পড়েছে। দুই তরুণীর সঙ্গে রেলযাত্রীদের আচরণ দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।