Advertisement
E-Paper

চুলকানি সারাতে অনলাইনে মলম কিনে বিপাকে তরুণী, সারা শরীরে ফুটে উঠল ‘সাপের চামড়া’! ঝরল রক্তও

এক তরুণী এক দশকের বেশি সময় ধরে একটি ‘ঐতিহ্যবাহী চিনা মলম’ ব্যবহার করেন। সম্প্রতি তাঁর গায়ে সাপের মতো চাকা চাকা দাগ ফুটে উঠতে থাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১০:৫৬
A woman developed severe purplish-red, snake-like marks across her body

ছবি: সংগৃহীত।

চুলকানির সারাতে গিয়ে অনলাইনে মলমের সন্ধান পেয়েছিলেন এক মহিলা। দীর্ঘ দশ বছর ধরে সেই মলম ব্যবহারের পর তাঁর ত্বক হয়ে উঠেছে সাপের চামড়ার মতো। গোটা শরীর জুড়ে লাল-বেগনি রঙের ছোপ তৈরি হয়েছে। ফেটে গিয়েছে চামড়া। বেরিয়ে আসছে রক্তও। নিম্নাঙ্গ অসাড় হয়ে গিয়েছে। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি চিনের নানজিংয়ের। ঘটনাটি চিনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক হইচই শুরু হয়েছে।

‘সাউথ চায়না মর্নিং পোস্টের’ প্রতিবেদন অনুসারে টিংলিং নামের (নাম পরিবর্তিত) এক তরুণী এক দশকের বেশি সময় ধরে একটি ‘ঐতিহ্যবাহী চিনা মলম’ ব্যবহার করেন। সম্প্রতি তাঁর গায়ে সাপের মতো চাকা চাকা দাগ ফুটে উঠতে থাকে। চিকিৎসকের পরামর্শ ছাড়াই তিনি ‘ওষুধটি’ ব্যবহার করা শুরু করেন। নিম্নাঙ্গে ফোলা ভাব, ক্রমাগত বমি, হাত অসাড় হয়ে যায় তাঁর। সঙ্গে উচ্চ রক্তচাপের সমস্যা। টিংলিং সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর ডান পায়ের নীচের অংশে লাল দাগ এবং চুলকানি দেখা দিয়েছিল। সেই রোগ ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়তে থাকে। দ্রুত উপশমের সন্ধানে অনলাইনে পাওয়া একটি মলমের দিকে ঝুঁকেছিলেন।

দশ বছর ধরে নিয়মিত এটি ব্যবহার করছিলেন ৪০ বছর বয়সি ওই তরুণী। এই ক’বছরে ১ লক্ষ ইউয়ানেরও বেশি (প্রায় ১২ লক্ষ টাকা) খরচ করে ফেলেছিলেন টিংলিং। তিনি বলেন, ‘‘যখন আমি প্রথম এটি ব্যবহার শুরু করি, তখন এর প্রভাব অসাধারণ ছিল। আমি ভেবেছিলাম অবশেষে আমি সঠিক ওষুধ খুঁজে পেয়েছি।’’ সাময়িক উপশম হিসাবে কাজ করলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব তাঁর স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। চিকিৎসার পর তাঁর স্বাস্থ্যের উন্নতি হতে শুরু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

China Online Shopping
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy