Advertisement
E-Paper

‘ডাক্ট টেপ’ দিয়ে ভয়াল স্টান্ট! বরাতজোরে ঘাড় ভাঙল না নেটপ্রভাবীর, পড়ে গেলেন অজ্ঞান হয়ে

নিউ জ়িল্যান্ডের অকল্যান্ডের একটি পার্কে হাজারটি ডাক্ট টেপ দিয়ে তৈরি একটি দেওয়াল ভেদ করে দৌড়নোর চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ান সমাজমাধ্যম প্রভাবী লিল গোলো।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৫
Aussie influencer, Lil Golo, decided to test his strength by run through a wall made of tape strips

ছবি: সংগৃহীত।

ভয়ঙ্কর স্টান্ট দেখাতে গিয়ে প্রাণটাই খোয়াতে বসেছিলেন এক সমাজমাধ্যম প্রভাবী। ভাগ্যের জোরে মারাত্মক দুর্ঘটনার মুখ থেকে ফিরলেন অস্ট্রেলিয়ান সমাজমাধ্যম প্রভাবী লিল গোলো। সমাজমাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করতে গিয়ে একটি অদ্ভুত চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। নিউ জ়িল্যান্ডের অকল্যান্ডের একটি পার্কে হাজারটি ডাক্ট টেপ দিয়ে তৈরি একটি দেওয়াল ভেদ করে দৌড়নোর চেষ্টা করেছিলেন। প্রথমে চ্যালেঞ্জটি মজা করে ও হালকা ভাবে শুরু হলেও দ্রুত তা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত গোলো অজ্ঞান হয়ে পড়েন এবং সেখানেই চিকিৎসার প্রয়োজন হয়। গোটা ঘটনার একটি ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

গোলো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে তিনি লিখেছিলেন, ‘‘হাসপাতালে ভর্তি করতে কত ডাক্ট টেপ লাগে?’’ গোলো প্রথমে ডাক্ট টেপের একটি স্ট্রিপ দিয়ে দেওয়াল তৈরি করেন, যা তিনি সহজেই ছিঁড়ে ফেলেছিলেন। তার পর তিনি ১০টি করে টেপ বাড়িয়ে ১০০টি টেপ দিয়ে একটি দেওয়াল তৈরি করেন। সেই বাধা পেরিয়ে গোলো সিদ্ধান্ত নেন ১ হাজার টেপ দিয়ে দেওয়াল ভেদ করে শক্তি পরীক্ষা করবেন। এর পর তাঁকে টেপ কিনতে দেখা যায়, সেই টেপের দাম প্রায় ৪০০ ডলার।

১ হাজার বার টেপ জড়িয়ে একটি চওড়া আস্তরণ তৈরির পর তা প্রথম বারে ভেদ করতে পারেননি এই অস্ট্রেলিয়ান প্রভাবশালী। দ্বিতীয় বার চেষ্টা করতেই ফল হল মারাত্মক। টেপের দেওয়ালে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান তিনি। আঘাত এতটাই মারাত্মক হয় যে, তিনি অজ্ঞান হয়ে যান। কিছু ক্ষণ পরে ভিডিয়োয় গোলোকে নিশ্চল অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁর মুখ থেকে লালা ঝরছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বন্ধুরা তাঁকে দেখার জন্য ছুটে আসেন। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে প্যারামেডিকদের ডাকা হয়েছিল এবং দ্রুত তাঁকে ঘাড়ের ব্রেস দিয়ে স্থিতিশীল করা হয়েছিল, ব্যথা উপশমের জন্য দেওয়া হয়েছিল ওষুধ । পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জ্ঞান ফেরার পর গোলো তাঁর অনুগামীদের উদ্দেশে একটি বার্তা দিয়ে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘‘আমি স্টান্ট থেকে অবসর নেব! উপস্থিত সকলকে ভয় দেখানোর জন্য দুঃখিত। আমি বেঁচে আছি। চিন্তা কোরো না। তোমাদের সবাইকে ভালবাসি।’’ তাঁর এই স্টান্টটি সমাজমাধ্যমে ৭ কোটি ৫০ লক্ষ বার দেখা হয়েছে।

Stunt Austrelia Influencer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy