Advertisement
E-Paper

দীপাবলিতে বাম্পার উপহার! ৫১ সেরা কর্মীর হাতে বিলাসবহুল গাড়ি তুলে দিলেন সংস্থার মালিক, ভাইরাল ভিডিয়োয় হইচই

চণ্ডীগ়়ড়ের ওই ওষুধ সংস্থার মালিকের নাম এমকে ভাটিয়া। খবর, দীপাবলি উপলক্ষে কর্মীদের হাতে ৫১টি স্করপিয়োর চাবি তুলে দিয়েছেন তিনি। কর্মীদের গাড়ি উপহার দেওয়ার তাঁর একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৬:২৯
Businessman gives luxury car to 51 employees as Diwali gift

কর্মীদের হাতে বিলাসবহুল গাড়ির চাবি তুলে দিচ্ছেন সংস্থার মালিক। ছবি: এক্স থেকে নেওয়া।

দীপাবলি উপলক্ষে উপহার হিসাবে কর্মীদের হাতে বিলাসবহুল ৫১টি গাড়ি তুলে দিলেন সংস্থার মালিক! সে খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যম জুড়ে। চণ্ডীগ়়ড়ের ওই ওষুধ সংস্থার মালিকের নাম এমকে ভাটিয়া। খবর, দীপাবলি উপলক্ষে কর্মীদের হাতে ৫১টি স্করপিয়োর চাবি তুলে দিয়েছেন তিনি। কর্মীদের গাড়ি উপহার দেওয়ার তাঁর একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সংস্থার বাইরে দাঁড়িয়ে কয়েক জন কর্মীর হাতে স্করপিয়োর চাবি তুলে দিচ্ছেন ভাটিয়া। তবে জানা গিয়েছে, সব কর্মী এই উপহার পাননি। কর্মীদের মধ্যে কাজের নিরিখে সেরা ৫১ জনকে বেছে নেওয়া হয়েছিল। তাঁদের হাতেই বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, হরিয়ানার পঞ্চকুলা জেলার বাসিন্দা ভাটিয়া একটি ওষুধ সংস্থার মালিক। প্রতি বছর দীপাবলির সময় সেরা কর্মী বাছাই করে তাঁদের হাতে চমকপ্রদ উপহার তুলে দেন তিনি।

ভাটিয়ার গাড়ি বিতরণের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের এক্স হ্যান্ডল থেকে। অনেকে সেই ভিডিয়ো শেয়ার করেছেন। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার ওষুধ সংস্থার মালিকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বিষয়টি নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘এই সংস্থায় কী ভাবে আবেদন করতে হয়? সহজে গাড়ি হাতে পাওয়ার আর কোনও উপায় দেখতে পাচ্ছি না।’’

Viral Video Diwali 2025 Diwali Gift Car Scorpio SUV
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy