বন্দুকের মতো লাইটার নিয়ে সাধারণ মানুষ এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে গ্রেফতার হলেন এক ভারতীয় যুবক। সোমবার ব্যাঙ্ককের পাথুমওয়ান জেলার সিয়াম স্কোয়ারে ঘটনাটি ঘটেছে। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম সাহিল রাম থাদানি। অভিযোগ, বন্দুকের মতো দেখতে ছোট একটি লাইটার দিয়ে তিনি পথচলতি মানুষদের গুলি করার ভয় দেখাচ্ছিলেন সাহিল। তাঁর কাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ এলে তাদেরও ওই লাইটার দেখিয়ে হুমকি দেন তিনি। এর পরেই সাহিলকে গ্রেফতার করে ব্যাঙ্কক পুলিশ।
আরও পড়ুন:
পুরো ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পিঠে একটি ব্যাগ নিয়ে সিয়াম স্কোয়ারের রাস্তায় শব্দ করে হাঁটছেন এক যুবক। জোরে জোরে কথাও বলছেন নিজের সঙ্গে। তাঁর হাতে বন্দুকের মতো দেখতে একটি লাইটার ধরা। এর পর সেই বন্দুকসদৃশ লাইটার পথচলতি মানুষের দিকে তাক করা শুরু করেন যুবক। নাচতেও শুরু করেন। ভয় পেয়ে যান সাধারণ মানুষ। এর পরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশকে দেখেও পিস্তল আকৃতির লাইটার উঁচিয়ে চিৎকার শুরু করেন যুবক। পুলিশ আধিকারিকেরা তাঁকে ধরার জন্য গেলে তিনি মাটিতে বসে নাচতে শুরু করেন। বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও কথা শুনতে রাজি হননি তিনি। এর পর তাঁকে জোর করে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার করে। এর পরেই ভোল বদলে যায় যুবকের। কাঁদতে কাঁদতে ছেড়ে দেওয়ার আবেদন জানান। নিজের আচরণের জন্য ক্ষমাও চান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, যুবককে পাথুমওয়ান থানায় নিয়ে যাওয়া হয়। হুমকিমূলক আচরণ এবং জনসাধারণের মধ্যে ঝামেলা সৃষ্টির অভিযোগ গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশ জানিয়েছে, গাঁজাসেবন করে ওই কাণ্ড ঘটিয়েছেন সাহিল।
যুবকের ওই কাণ্ডের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘তরুণ গৌতম’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার ক্ষোভপ্রকাশ করেছেন যুবকের কাণ্ড দেখে। আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘গাঁজার নেশা সর্বনাশা। যুবক আর কোনও দিন গাঁজা খাওয়ার কথা ভাববেনও না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এঁদের মতো মানুষের জন্যই বিদেশের মাটিতে ভারতীয়দের নাম খারাপ হয়। লজ্জা হওয়া উচিত।’’