Advertisement
E-Paper

মহিলা সেজে দুধ, ফল, তেলের বিনিময়ে সহস্রাধিক পুরুষের সঙ্গে সঙ্গম! ভিডিয়ো তুলে অনলাইনে বিক্রিও করলেন যুবক

তদন্তে উঠে এসেছে, চড়া মেকআপ, পরচুলা এবং স্কার্ট পরে পুরুষদের মোহিত করতেন জিয়াও। কথা বলতেন মহিলাদের কণ্ঠস্বরে। এ-ও জানা গিয়েছে যে, সঙ্গমের জন্য কোনও পুরুষের কাছে টাকা নিতেন না জিয়াও। পরিবর্তে ছোটখাটো উপহার নিতেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৫:০৫
Crossdresser man from China secretly films private moment with more than thousand Men, arrested after selling video online

ছবি: সংগৃহীত।

মহিলা সেজে হাজারেরও বেশি পুরুষের সঙ্গে সঙ্গম! ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ক্যামেরাবন্দি করে অনলাইনে বিক্রি! বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রেফতার হলেন ৩৮ বছর বয়সি এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চিনে। অভিযোগ, মেয়ে সেজে হাজার হাজার পুরুষের সঙ্গে সঙ্গম করেছিলেন পূর্ব চিনের জিয়াংসু প্রদেশের নানজিং শহরের বাসিন্দা জিয়াও নামে ওই যুবক। পরে সেই সব ভিডিয়ো অনলাইনে আপলোড করে অর্থ উপার্জনও করেছিলেন তিনি। ২১ ডলারের বিনিময়ে তিনি এক একটি ভিডিয়ো বিক্রি করেছিলেন বলে জানা গিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছু ভুক্তভোগী ফাঁস হওয়া ভিডিয়োগুলিতে নিজেদের দেখে পুলিশে অভিযোগ করেছিলেন। ৫ জুলাই জিয়াওয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এর পর তদন্ত চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অপরাধের কথা স্বীকার করেছেন জিয়াও। দাবি উঠেছিল, মোট ১,৬৯১ জন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিযুক্ত। তবে সেই দাবি অতিরঞ্জিত বলেই মনে করছেন তদন্তকারীরা। ভিডিয়ো বিক্রি করে তিনি কত টাকা লাভ করেছেন, তা-ও প্রকাশ্যে আসেনি।

তদন্ত চলাকালীন উঠে এসেছে যে, চড়া মেকআপ, পরচুলা এবং স্কার্ট পরে পুরুষদের মোহিত করতেন জিয়াও। কথা বলতেন মহিলাদের কণ্ঠস্বরে। এ-ও জানা গিয়েছে যে, সঙ্গমের জন্য কোনও পুরুষের কাছে টাকা নিতেন না জিয়াও। পরিবর্তে ছোটখাটো উপহার নিতেন। কেউ কেউ তাঁকে দুধ, ফল এবং রান্নার তেলও দিয়ে যেতেন। প্রতিবেদন অনুযায়ী, তাঁর সঙ্গে সম্পর্কে জড়ানো কেউ কেউ বুঝতেও পেরেছিলেন যে, জিয়াও পুরুষ এবং ‘ক্রস-ড্রেস’ করে রয়েছেন। কিন্তু সঙ্গমের সময় তাঁরা কিছু বলেননি।

গত ৬ জুলাই চিনা মাইক্রো-ব্লগ ‘ওয়েইবো’তে জিয়াও এবং তাঁর সঙ্গে সঙ্গমরত পুরুষদের ব্যক্তিগত ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়। ২০ কোটিরও বেশি বার দেখা হয় সেই সব ভিডিয়ো। কিছু পুরুষকে তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যেরা চিনতে পারেন। এর পরেই পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগীদের একাংশ।

Bizarre Incident China Bizarre Love
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy