মূলত শান্ত প্রাণী হিসাবেই পরিচিত মাছ। কিন্তু কিছু কিছু মাছ আবার হিংস্র শিকারিও হতে পারে। তেমনই একটি মাছের দেখা মিলল সম্প্রতি। দেখা গেল কী ভাবে একটি কাঁকড়ার উপর হামলা করে প্রাণীটিকে টুকরো টুকরো করে ফেলল এক অদ্ভুতদর্শন মাছ। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বদ্ধ জায়গায় রাখা জলে ঘোরাফেরা করছে একটি কাঁকড়া এবং একটি মাছ। মাছটির গায়ে বাঘের মতো ছোপছোপ দাগ। হঠাৎ মাছটির নজরে পড়ে ওই কাঁকড়া। কাঁকড়াটির দিকে তেড়ে যায় সে। প্রথম আক্রমণ সামলে পালানোর জন্য মরিয়া চেষ্টা করে কাঁকড়াটি। কিন্তু লাভ হয়নি। দ্বিতীয় হামলাতেই সব শেষ। বিদ্যুৎগতিতে এসে কাঁকড়াটিকে মুখে চেপে টুকরো টুকরো করে দেয় মাছটি। এক টুকরো নিয়ে চালান করে দেয় পেটে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ঝড়ের গতিতে ছড়িয়েছে সেটি। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। প্রায় চার লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। মাছ যে এ রকম নির্মম শিকারি হতে পারে, তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রকৃতি কেবল সুন্দর নয়, নির্মমও।’’