চাকরির সন্ধানে এক সংস্থায় নিজের বায়োডেটা জমা দিয়েছিলেন তরুণ। প্রথম পাতায় তরুণ জানিয়েছেন যে, তিনি কেন সেই সংস্থায় চাকরি করতে আগ্রহী। তার পরেই নিজের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু এ কী! তার পর তো পুরো পাতাই ফাঁকা! কিছুটা নীচে বড় বড় হরফে একটি লেখা স্পষ্ট হয়ে উঠেছে। সেখানে লেখা রয়েছে, ‘‘আমার দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল হতে সরাসরি চাকরি দিন।’’ এমন ‘অর্ধেক’ বায়োডেটা নজরে পড়তেই সেই ছবি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘আর/রিক্রুটিংহেল’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক তরুণ চাকরির জন্য নিজের বায়োডেটা জমা দিয়েছেন। সেখানে লাগানো তরুণের অর্ধেক পাসপোর্ট ছবি।
তিনি কী কী কারণে সংস্থায় চাকরি করতে চান তা-ও জানিয়েছেন তরুণ। তিনি লিখেছেন, ‘‘আপনাদের সংস্থায় চাকরি করলে আমার দক্ষতা আরও বৃদ্ধি পাবে। আমি আরও জ্ঞান অর্জন করতে পারব। পেশাদার হিসাবে আমি আরও উন্নতি করতে পারব।’’
Resume printed halfway and said: 'Hire me to unlock full potential.' 😂
byu/eloanmask inrecruitinghell
তার পরেই নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার পরে পুরো পাতাই সাদা। এক নজরে দেখে মনে হচ্ছে যে, তাঁর বায়োডেটা অর্ধেক ছাপা হয়েছে। কিছুটা নীচে বড় বড় হরফে তরুণ লিখেছেন, ‘‘আমার দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল হতে সরাসরি চাকরি দিন।’’ এই ছবিটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে হাসির রোল ওঠে। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘আমি বস্ হলে হয়তো সেই তরুণকে চাকরি দিতাম না। কিন্তু তাঁকে এক বার চাক্ষুষ করতে ইন্টারভিউয়ের জন্য ডাকতাম।’’