বিড়ালশাবক বা কুকুরশাবকদের কোলে তুলে অনেকেই আদর করেন। কিন্তু বাঘশাবককে কোলে তুলে আদর করার কথা ভেবেছেন কখনও? ভাবলেও, চাক্ষুষ করেছেন? সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে এক ‘লাজুক’ বাঘশাবকের ভিডিয়ো। মানুষ তাকে ভয় না পেলেও, সে মানুষকে বেশ ভয় পায়। সেই বাঘশাবকের কাছে নিরাপদ আশ্রয় হল তার প্রিয় চিড়িয়াখানার তত্ত্বাবধায়কের কোল। নির্দিষ্ট সেই তরুণের কোলে চেপে ঘুরে বেড়াতেই পছন্দ করে সে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। বাঘশাবকটি কোন চিড়িয়াখানায় থাকে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চিড়িয়াখানার মধ্যে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছে একটি বাঘশাবক। কিন্তু সে একা নিজের পায়ে হেঁটে টহল দিচ্ছে না। পুচকে বাঘমামার সঙ্গী হয়েছে এক তরুণ। সেই তরুণের কোলে চেপেই ঘুরতে বেরিয়েছে বাঘশাবক। মাঝেমধ্যে আবার তরুণের কাঁধে মাথাও রাখছে সে। আহ্লাদ দেখিয়ে তরুণের ঘাড়ও চেটে দিচ্ছে ছোট্ট শ্বাপদ। চারপেয়েটির হাবভাব দেখে সে বাঘ না বিড়াল বোঝা মুশকিল। এক জন তরুণী এগিয়ে এলেন তার সঙ্গে সখ্য গড়তে। কিন্তু ‘লাজুক’ বাঘশাবকটি তাঁকে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তরুণী বাঘটির থাবায় একটা আঙুল লাগাতেই সে তার সামনের পা-টি সেখান থেকে সরিয়ে নিল। দেখে মনে হল তরুণী বাঘটিকে ছুঁলে যেন তার জাত চলে যাবে। এখানেই শেষ নয়। তরুণের কোলে চেপেই সে আবার টোটোতে উঠে চলে গেল। ড্যাবড্যাব করে চারিপাশ চেয়ে দেখল। কিন্তু তরুণের গলা জড়িয়ে ধরে রাখল তার সামনের দু’পা, পাছে তরুণ তাকে কাছছাড়া করে দেয়। মিষ্টি সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘গুডপওয়াস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় পাঁচ লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন ভাল করা মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। এক জন নেটাগরিক মন্তব্য করেছেন বাঘটি জানে না যে সে একটি বাঘ, তাই এমন করছে। তাঁর সঙ্গে সহমত হয়ে অন্য এক নেটাগরিক কমেন্ট করেছেন, বাঘটিকে জানিয়ে দেওয়া হোক যে সে একটি বাঘ।