সারা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ প্রয়াগরাজের স্নানযাত্রায় যোগ দিতে যাচ্ছেন। মহাকুম্ভের মেলা এবং স্নান শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পৃথিবীর নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা ত্রিবেণি সঙ্গমের পবিত্র জলে স্নান করার জন্য ভিড় জমাচ্ছেন। ইতিমধ্যে সেই সংক্রান্ত নানা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। অতিরিক্ত ভিড়ের কারণে পুণ্যার্থীদের নানা দুর্ঘটনার কবলেও পড়তে হয়েছে। ভাল, খারাপ নানা ধরনের স্নানযাত্রার ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমে। মহাকুম্ভের স্নানযাত্রায় অনেকে যাচ্ছেন একা, অনেকে আবার যাচ্ছেন তাঁদের প্রিয় মানুষ অথবা পোষ্যকে নিয়ে। প্রয়াগরাজে এক তরুণ কুম্ভস্নান করতে গিয়েছেন তাঁর প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে। পোষ্যের সঙ্গে স্নানও করেছেন তিনি। নানা খারাপের মাঝেও মন ভাল করা সেই ভিডিয়ো নেটাগরিকদের মনে জায়গা করে নিয়েছে। আনন্দবাজার অনলাইনের হাতেও সেই ভিডিয়ো এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিগেল প্রজাতির এক সারমেয়কে কোলে নিয়ে ত্রিবেণি সঙ্গমের পারে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তরুণের মন চেয়েছে তাঁর পোষ্যের সঙ্গে পুণ্য ভাগ করে নেওয়ার। চারপেয়ে পোষ্যটিকে কোলে নিয়েই ত্রিবেণি সঙ্গমের জলে নামেন তরুণ। সারমেয় গোল গোল চোখ মেলে চারপাশ দেখতে থাকে। তরুণ প্রথমে হাতে একটু জল তুলে নিয়ে কুকুরটির ঘাড়ে দেন। তার পর কুকুরটিকে স্নান করানোর জন্য জলে ডুবিয়ে দেন। জল স্পর্শ করতেই কুকুরটি হাত-পা ছুড়তে থাকে। তখন কুকুরটিকে জল থেকে তুলে ফেলেন তরুণ। তার পর পোষ্যকে কোলে নিয়ে তার ঘাড়ে স্নেহের চুম্বন করেন তরুণ। কুম্ভমেলার অন্য পুণ্যার্থীরা চারপেয়ে পুণ্যার্থীকে দেখে আনন্দ পেয়েছেন। দুই শিশু কুকুরটিকে বাগে পেয়ে আদরে ভরিয়েও দেয়। এমনকি পুলিশকর্মীও সারমেয়টির সরল চোখের চাহনি থেকে নিজেকে বাঁচাতে পারেননি, নিচু হয়ে কুকুরটির মাথায় হাত বোলাতে বাধ্য হয়েছেন। স্নান সেরে, কুম্ভমেলা ঘুরে ফেরার সময় ক্লান্তি গ্রাস করে কুকুরটিকে। গাড়ির মধ্যেই পেট উল্টে টেনে ঘুম লাগায় সারমেয়টি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
তরুণ তাঁর নিজের অ্যাকাউন্ট ‘ভান্সছাবরা৩০’ থেকে ভিডিয়োটি ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। প্রায় আট লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। নেটাগরিকেরা পোস্টটির মন্তব্যবাক্সে কুকুরটির প্রতি তাঁদের ভালবাসা জানিয়েছেন।