গাজ়ার বাসিন্দারা খাবারের অভাবে দিন কাটাচ্ছে তা জেনে আর নিজেদের সামলে রাখতে পারছেন না মিশরের বাসিন্দারা। গাজ়ার মানুষদের কী ভাবে সাহায্য করবেন তা বুঝে না পেয়ে বোতলের মধ্যে খাবার ভরে সমুদ্রে ছুড়ে ফেলছেন। যদি এই সমুদ্রই সমস্ত বাধা অতিক্রম করে গাজ়ায় এই বোতলভর্তি খাবার পৌঁছে দেয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মিডল ইস্ট মনিটর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বোতলের ভিতর চাল, আটা-ময়দা, শিশুদের জন্য বেবি ফুড ভরে সেগুলি সমুদ্রে ছুড়ে ফেলছেন মিশরের বাসিন্দারা। গাজ়ার মানুষের কাছে যদি এই খাবার কোনও ভাবে পৌঁছে যায়, সেই আশায় সমুদ্রে বোতল ভাসিয়ে দিচ্ছেন মিশরীয়রা।
আরও পড়ুন:
গত মার্চ মাস থেকে গাজ়ায় খাদ্যের হাহাকার চলছে। ইন্দোনেশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া কিংবা ফ্রান্স, বিভিন্ন দেশে গাজ়ার সমর্থনে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার ইজ়রায়েলের সেনা (আইডিএফ) জানিয়েছে, গাজ়ায় সাত বস্তা ময়দা, চিনি এবং খাবারের ক্যান ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর সরকারের সিনিয়রদের সঙ্গে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন। ইজ়রায়েলি সেনার দাবি, রবিবার সারা দিন তারা যুদ্ধ বন্ধ রাখবে গাজ়ায় খাবার বিতরণের জন্য। রাষ্ট্রপুঞ্জের সংস্থাগুলিকেও ত্রাণের কাজে সাহায্য করা হবে।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজ়ার তিনটি এলাকায় প্রতি দিন ১০ ঘণ্টা সামরিক অভিযানে কৌশলগত বিরতি পালন করবে ইজ়রায়েলি সেনা। ত্রাণকার্যে সহায়তা করার জন্যই এই সিদ্ধান্ত। গাজ়ায় ত্রাণকার্য চালাতে নাকি আকাশ থেকে খাবার ভর্তি বস্তা ছুড়ে দেওয়া হচ্ছে গাজ়ায়। ক্ষুধার্তেরা তা-ই লুটে নিচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে এমন মনখারাপ ভিডিয়ো নজর কাড়ে নেটাগরিকদের। মানুষ যে এখনও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, মানবিকতার এই রূপ দেখে চোখে জল ধরে রাখতে পারছেন না অনেকে।