‘বনের রানি’কে খাঁচায় বন্দি করার দুঃসাহস! খাঁচায় বন্দি থাকা অবস্থায় রেগে আগুন হয়ে গেল সে। খাঁচার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে ভয়ানক গর্জন করে উঠল সিংহীটি। গর্জে উঠে খাঁচার উপর ঝাঁপিয়ে পড়ল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্যবিগক্যাটসএম্পায়ার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, খাঁচায় বন্দি থাকা অবস্থায় গলা ফাটিয়ে গর্জন করছে এক সিংহী। দুই চোখে আগুন জ্বলছে তার। তাকে দেখে মনে হচ্ছে, খাঁচা থেকে ছাড়া পেলেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে খেয়ে ফেলবে।
আরও পড়ুন:
হিংস্র ভাবে গর্জন করার সময় রাগের চোটে সিংহীর সারা শরীর কেঁপে উঠছে। তাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে বলে খাঁচার ভিতর ঝাঁপিয়ে পড়ে সে। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে ভয় প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘সিংহীটি যা রেগে রয়েছে! আমি যদি খাঁচার সামনে দাঁড়িয়ে থাকতাম তা হলে সিংহীর গর্জন শুনে সেখানেই তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে পড়ে যেতাম।’’