সম্প্রচার শুরু হতে আর বেশি সময় বাকি নেই। কিছু ক্ষণ পরেই টেলিভিশনের পর্দায় সরাসরি দেখা যাবে তরুণীকে। খবরের চ্যানেলের সাংবাদিক তিনি। সম্প্রচার শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত তরুণী। রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইলের স্ক্রিনে এক বার চোখ বুলিয়ে নিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় তরুণী সাংবাদিকের হাত থেকে ফোন ছিনিয়ে পালিয়ে গেলেন এক বাইকচালক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘জঙ্গল জার্নি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফোনে মগ্ন হয়ে রয়েছেন এক তরুণী। সেই সময় রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। সুযোগ বুঝে তরুণীর মোবাইল নিয়ে দ্রুত বেগে বাইক ছুটিয়ে পালিয়ে গেলেন তিনি। ফোন ফেরত পেতে বাইকচালকের পিছনে দৌড়লেন তরুণী। কিন্তু তাঁর প্রচেষ্টা সফল হল না।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি স্থানীয় সময় অনুযায়ী গত সোমবার ব্রাজিলের রিও দে জেনেইরোর দক্ষিণ প্রান্তে বোতাফোগো এলাকায় ঘটেছে। সেই তরুণী পেশায় সাংবাদিক। রাস্তায় দাঁড়িয়ে সরাসরি সম্প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সম্প্রচার শুরুর আগেই তাঁর হাত থেকে ফোন ছিনিয়ে পালিয়ে যান বাইকচালক। থানায় ফোন চুরির অভিযোগ দায়ের করেছেন সেই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।