আদরের পোষ্যের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা। সকল পোষ্যপ্রেমীই সেই বিশেষ মুহূর্ত কাটাতে চায়। পোষ্যেরাও সানন্দে মালিকের সেই সকল ‘অন্যায় আবদার’ মাথা পেতে মেনে নেয়। পোষ্য মানেই যে কেবল কুকুর-বিড়াল তা কিন্তু নয়। মানুষ ভালবেসে বাঘ, সিংহ, এমনকি সাপও পোষেন। সেই সকল ‘অদ্ভুতদর্শন’ পোষ্যের তালিকাতেই পড়ে গেকো। গেকোরা স্বভাবের দিক থেকে কুকুরদের মতো মানুষপ্রেমী নয়, বরং একা থাকতেই পছন্দ করে তারা। কিন্তু সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় দেখা গেল গেকোর এক সম্পূর্ণ অন্য রকম রূপ। মোবাইলের স্ক্রিনে পুচকে পুচকে চোখ মেলে সিনেমা দেখছে পোষ্য সরীসৃপ। মাথাও নাড়াচ্ছে সে। মোবাইলের আওয়াজ বাড়ার সঙ্গে সঙ্গে গেকোটির চোখের মণির আকৃতিও বৃদ্ধি পাচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে যে সেই সিনেমা তার মনে ধরেছে। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেঝেতে রাখা একটি মোবাইল। তাতে চলছে ইংরেজি সিনেমা ‘হাউ টু ট্রেন মাই ড্রাগন’। সেটিকে যেন ‘গিলে খাচ্ছে’ পুচকে গেকো। চোখ বড় বড় করে সিনেমার পর্দায় থাকা কালো ‘ড্রাগন’-এর রূপ দেখছে সে। কখনও মাথা তুলে মোবাইলটির কাছে এগিয়ে যাচ্ছে, কখনও আবার পিছিয়ে আসছে। কিন্তু মোবাইলের স্ক্রিন থেকে গেকোটির চোখ সরছে না। দেখে মনে হচ্ছে যেন সে-ও সিনেমাটি থেকে প্রশিক্ষণ নিচ্ছে যে কী ভাবে কেতাদুরস্ত গেকো হয়ে ওঠা যায়। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘গোম.উরি’ নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রায় পাঁচ লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। গেকোর কাণ্ড দেখে চমকেছেন নেটাগরিকেরা।