জঙ্গল থেকে ঘোরাঘুরি করতে করতে জঙ্গল লাগোয়া অতিথিদের আবাসস্থলে ঢুকে পড়ল গন্ডার। শুধু তা-ই নয়, লজের ভিতর প্রবেশ করে ভাল করে ‘তল্লাশি’ও চালাল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সাফারি.ট্রাভেল.আইডিয়াজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক অতিথি আবাসের ভিতর ঢুকে পড়েছে একটি গন্ডার। তার পর কান দোলাতে দোলাতে ক্রমশ মেঝের উপর নাক ঘষে চলেছে সে। গন্ডারের হাবভাব দেখে মনে হচ্ছে যে, লজের ভিতর ‘তল্লাশি’ চালিয়ে কিছু খুঁজছে সে।
আরও পড়ুন:
কাজ হয়ে যাওয়ার পর আবার সেখান থেকে বেরিয়ে যায় সে। ভিডিয়োটি থেকে জানা গিয়েছে যে, জ়িম্বাবয়ের ওয়াঙ্গে জাতীয় উদ্যানে এই ঘটনাটি ঘটেছে। সেই জঙ্গলের অনতিদূরে রয়েছে একটি লজ। সেখানেই ঢুকে পড়েছিল গন্ডারটি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রকৃতির কাছাকাছি থাকার এই মজা। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের সাক্ষী থাকা যায়।’’